মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নতুন ঘোষণা অনুযায়ী কুইন্টাল প্রতি আলুর সহায়ক মূল্য
৯০০ টাকা করা হয়েছে।
410
মঙ্গলবার ঘোষণা
মমতা বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার আলুর কৃষকদের জন্য নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়ে তা ঘোষণা করেছেন।
510
ডিভিসির বিরুদ্ধে তোপ
মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন সাংবাদিক বৈঠকেই ডিভিসি-র জল ছাড়া নিয়ে রীতিমত তোপ দাগেন। কড়া ভাষায় সমালোচনা করেন।
610
চাষের ক্ষতি
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তিনি আরও বলেন, অকাল বৃষ্টির কারণের পাশপাশি ডিভিসির এই জল ছাড়ার তীব্র বিরোধিতা করেন।
710
আলুর ক্ষতি
সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে।
810
কৃষক বিমা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফাণ্ড তৈরি করেছে।
910
কৃষকদের সুবিধে
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কৃষক বিমা ও নূন্যতম সহায়ক মূল্যের কারণে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা।
1010
চাষের ক্ষতি
সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার কারণে হাওড়া ও হুগলির প্রচুর জমি ডুবে যায়। যাতে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে।