কৃষকদের জন্য সুখবর দিলেন মমতা, আলুর সহায়কমূল্য বাড়িয়ে দিলেন অনেকটাই

Published : Feb 25, 2025, 07:36 PM IST

শেষ পর্যন্ত আলু কৃষকদের জন্য সুখবর এল। নতুন বছরের দ্বিতীয় মাসেই দীর্ঘ দিনের দাবি পুরাণ হল আলু কৃষকদের। 

PREV
110
আলু কৃষকদের জন্য সুখবর

শেষ পর্যন্ত আলু কৃষকদের জন্য সুখবর এল। নতুন বছরের দ্বিতীয় মাসেই দীর্ঘ দিনের দাবি পুরাণ হল আলু কৃষকদের।

210
ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নূন্যতন সহায়ক মূল্য বাড়িয়ে দিলেন।

310
নূন্যতম সহায়ক মূল্য

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নতুন ঘোষণা অনুযায়ী কুইন্টাল প্রতি আলুর সহায়ক মূল্য

৯০০ টাকা করা হয়েছে।

410
মঙ্গলবার ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্য়ায় মঙ্গলবার আলুর কৃষকদের জন্য নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়ে তা ঘোষণা করেছেন।

510
ডিভিসির বিরুদ্ধে তোপ

মমতা বন্দ্যোপাধ্য়ায় এদিন সাংবাদিক বৈঠকেই ডিভিসি-র জল ছাড়া নিয়ে রীতিমত তোপ দাগেন। কড়া ভাষায় সমালোচনা করেন।

610
চাষের ক্ষতি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তিনি আরও বলেন, অকাল বৃষ্টির কারণের পাশপাশি ডিভিসির এই জল ছাড়ার তীব্র বিরোধিতা করেন।

710
আলুর ক্ষতি

সম্প্রতি জল ছেড়েছে ডিভিসি, যার জেরে হাওড়া ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার চাষের জমি জমের নিচে চলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়েছে। মূলত আলুর ব্যাপক ক্ষতি হয়েছে।

810
কৃষক বিমা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য ৩২১ কোটি টাকার বিমা ফাণ্ড তৈরি করেছে।

910
কৃষকদের সুবিধে

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, কৃষক বিমা ও নূন্যতম সহায়ক মূল্যের কারণে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা।

1010
চাষের ক্ষতি

সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার কারণে হাওড়া ও হুগলির প্রচুর জমি ডুবে যায়। যাতে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories