সম্পত্তির লোভে খুন করে প্লাস্টিকের ভিতর বৃদ্ধার দেহ! অভিযোগের তীর ছেলে এবং বৌমার দিকে

নিজের মাকে খুন? ছেলে এবং পুত্রবধূর হাতে মার্ডার হলেন এক বৃদ্ধা।

নিজের মাকে খুন? ছেলে এবং পুত্রবধূর হাতে মার্ডার হলেন এক বৃদ্ধা।

বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠল তাঁর পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে। খুন করে তারপর প্লাস্টিকের প্যাকেটে জড়িয়ে সেই দেহ রেখে দেওয়া হয়েছিল বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরে। সূত্রের খবর, বাড়ির দখল অর্থাৎ সম্পত্তি নিয়ে সেই প্রবীণার সঙ্গে প্রায়শই ঝামেলা হত ঐ দুজনের।

Latest Videos

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত সেই কারণেই খুন করা হতে পারে বয়স্ক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মহেশতলার আকড়া দত্ত বাগান এলাকায়। জানা যাচ্ছে, দত্ত বাগানের শিবমন্দির এলাকায় পুত্র এবং পুত্রবধূর সঙ্গে থাকতেন ঐ বৃদ্ধা। সেই বৃদ্ধার নাম প্রভা নাথ এবং বয়স ৬০ বছর। তাঁর পুত্র রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার, রাতে মহেশতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। সূত্র মারফৎ জানা যাচ্ছে, মৃতার পুত্রই ফোন করে প্রথমে থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুলিশ দেখে, বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে সেই প্রবীণার দেহ। পুরো মৃতদেহটি প্লাস্টিকে মোড়া। ঐ বৃদ্ধার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ছিল সেই ঘরটি।

রক্তাক্ত সেই দেহ উদ্ধার করে পুলিশ প্রথমে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শুক্রবার রাতে মাকে খুন করে একটি প্লাস্টিক জড়িয়ে রেখে দিয়েছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূ। শনিবার, রাতে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।

তাদের কথায়, প্রায়ই পুত্র এবং পুত্রবধূ মিলে ঐ বৃদ্ধাকে মারধর করতেন। বাড়ি লিখে দেওয়ার দাবি করতেন তারা দুজন। ওদিকে প্রভাদেবীর এক কন্যাও রয়েছেন। তিনি আবার পড়াশোনার সূত্রে অন্য জায়গায় থাকেন।

ইতিমধ্যেই তাঁর পুত্র এবং পুত্রবধূকে মহেশতলা থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed