সম্পত্তির লোভে খুন করে প্লাস্টিকের ভিতর বৃদ্ধার দেহ! অভিযোগের তীর ছেলে এবং বৌমার দিকে

নিজের মাকে খুন? ছেলে এবং পুত্রবধূর হাতে মার্ডার হলেন এক বৃদ্ধা।

Subhankar Das | Published : Jul 28, 2024 5:21 PM IST

নিজের মাকে খুন? ছেলে এবং পুত্রবধূর হাতে মার্ডার হলেন এক বৃদ্ধা।

বৃদ্ধাকে খুন করার অভিযোগ উঠল তাঁর পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে। খুন করে তারপর প্লাস্টিকের প্যাকেটে জড়িয়ে সেই দেহ রেখে দেওয়া হয়েছিল বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘরে। সূত্রের খবর, বাড়ির দখল অর্থাৎ সম্পত্তি নিয়ে সেই প্রবীণার সঙ্গে প্রায়শই ঝামেলা হত ঐ দুজনের।

Latest Videos

পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত সেই কারণেই খুন করা হতে পারে বয়স্ক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মহেশতলার আকড়া দত্ত বাগান এলাকায়। জানা যাচ্ছে, দত্ত বাগানের শিবমন্দির এলাকায় পুত্র এবং পুত্রবধূর সঙ্গে থাকতেন ঐ বৃদ্ধা। সেই বৃদ্ধার নাম প্রভা নাথ এবং বয়স ৬০ বছর। তাঁর পুত্র রাজমিস্ত্রির কাজ করতেন।

শনিবার, রাতে মহেশতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। সূত্র মারফৎ জানা যাচ্ছে, মৃতার পুত্রই ফোন করে প্রথমে থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পুলিশ দেখে, বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে পড়ে রয়েছে সেই প্রবীণার দেহ। পুরো মৃতদেহটি প্লাস্টিকে মোড়া। ঐ বৃদ্ধার বাড়ির পাশে একটি পরিত্যক্ত জায়গায় ছিল সেই ঘরটি।

রক্তাক্ত সেই দেহ উদ্ধার করে পুলিশ প্রথমে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, শুক্রবার রাতে মাকে খুন করে একটি প্লাস্টিক জড়িয়ে রেখে দিয়েছিলেন তাঁর পুত্র এবং পুত্রবধূ। শনিবার, রাতে বিষয়টি প্রতিবেশীরা জানতে পারেন।

তাদের কথায়, প্রায়ই পুত্র এবং পুত্রবধূ মিলে ঐ বৃদ্ধাকে মারধর করতেন। বাড়ি লিখে দেওয়ার দাবি করতেন তারা দুজন। ওদিকে প্রভাদেবীর এক কন্যাও রয়েছেন। তিনি আবার পড়াশোনার সূত্রে অন্য জায়গায় থাকেন।

ইতিমধ্যেই তাঁর পুত্র এবং পুত্রবধূকে মহেশতলা থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
'স্বাস্থ্যে দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন?' প্রশ্ন তুলে মমতাকে আক্রমণ Sukanta-র | RG Kar
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today