বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। কিন্তু তার আগেও ভাসিয়ে দিয়ে যেতে পারে বর্ষা। তেমনই ইঙ্গিত আলিপুর হাওয়া অফিসের।
আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে চলেছে। কিন্তু তার আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি আপাতত হবে না।
আলিপুর হাওয়া অফিসের জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই জেরে বৃষ্টি হতে পারে বঙ্গে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে। এটা ভারত হয়ে অতিক্রম করতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস পরিস্থিতি অনুকূল হলে আগামী ৪৮ ঘণ্টার ণধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবশিষ্ট অংশ বিদায় নিতে পারে।
বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আর মাত্র দুই দিন। তারপরই বঙ্গ থেকে বিদায় নিতে পারে বর্ষা। অর্থাৎ বুধবারের মধ্যে চলে যাবে বর্ষা।
র্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এ সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
জলীয়বাষ্প বাতাসে থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। অর্থাৎ পুরোপুরি স্বস্তি এখনই পাওয়া যাবে না।
শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঝাড়খন্ড ও বিহার-সংলগ্ন জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার প্রভাব বেশি।