DA case: কয়েক ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলা, তার আগেই রাজ্যকে তোপ কর্মীদের

Published : May 06, 2025, 11:38 PM IST

Dearness Allowance Supreme Court: কয়েক ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলর শুনানি। তার আগেই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ সরকারি কর্মীদের। 

PREV
112
ডিএ মামলা

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। কিন্তু তার আগেই রাজ্য সরকারি কর্মীদের নিশানায় রাজ্য সরকার।

212
বুধবার ডিএ মামলার শুনানি

বুধবার সুপ্রিম কোর্টে আবারও উঠছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাত মামলা। এবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল।

312
মামলার নম্বর

সূত্রের খবর মামলাটি সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টের দ্বিতীয় আইটেম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আর সেই কারণেই নির্দিষ্ট দিনে তালিকাভুক্ত করা হয়েছে।

412
২টি বিষয়ে আলোচনা

সূত্রের খবর সুপ্রিম কোর্টের শুনানিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। একটি সরকারি কর্মী সংগঠন ‘ইউনিটি ফোরাম’-এর পক্ষ থেকে দাখিল করা অতিরিক্ত কিছু নথি এবং দ্বিতীয়টি হলো, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-কে এই মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন। দুটি আবেদন মূল মামলার সঙ্গে শুনতে পারে আদলত।

512
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ

মামলা ওঠার আগেই রাজ্য সরকারি কর্মীদের নিশানায় রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ সরকারি কর্মদের।

612
কর্মীদের অভিযোগ

মামলার শুনানির ২৪ ঘণ্টা আগে মামলা পিছিয়ে দেওয়ার জন্য রাজ্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল বলে দাবি রাজ্য সরকারি কর্মীদের একাংশের।

712
রাজ্যের আর্জি খারিজ

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সভাপতি দেবাশিস শীল বলেন, "বুধবারের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য এদিন শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিল রাজ্য। তবে আদালত তা খারিজ করে দিয়েছে।"

812
কড়া বার্তা

দেবাশিসবাবু আরও বলেন, "সব খেলার শেষ আছে। রাজ্য সরকারের ক্রমাগত মামলাটি পিছিয়ে দেবার কৌশল এবার আর টিকল না। ফলে এবারের শুনানিতেই আমরা সুফলের আশা করছি।"

912
সুপ্রিম কোর্টে মামলা

রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘ দিন ধরেই চলছে। ২০২২ সালে প্রথম উঠেছিল এই মামলাটি। সবমিলিয়ে ১৪ বার উঠেছে শুনানির জন্য।

1012
কর্মীদের দাবি

এবারের শুনানিতে ডিএ মামলার একটা হেস্তনেস্ত হতে পারে বলে মত সংশ্লিষ্ট সংগঠনের। কারণ মামলাটি ক্রমতালিকায় অনেকটাই এগিয়ে রয়েছে।

1112
হাইকোর্টের নির্দেশ

২০২২ সালের ২০ মে হাইকোর্ট রাজ্য সরকারকে কেন্দ্রের সমতুল বা ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

1212
ডিএ বৃদ্ধি

এই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি মাসেই সেই বর্ধিত ডিএর টাকা হাতে পাওয়ার কথা সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories