'রাজ্য DAতে ...', নবান্নের ছুটির তালিকা দেখে মহার্ঘ ভাতা নিয়ে একি বললেন সরকারি কর্মীরা

২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। কিন্তু সেই ছুটির তালিকা নিয়ে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করল রাজ্যের সরকারি কর্মীরা।

 

Saborni Mitra | Published : Nov 23, 2024 4:05 PM IST
110
রাজ্যের ছুটির তালিকা

রাজ্য সরকার ২০২৫ সলের ছুটির তালিকা প্রকাশ করেছে। নবান্ন একগুচ্ছ ছুটি দিয়েছে।

210
পুজোর লম্বা ছুটি

নবান্ন থেকে প্রকাশিত ছুটির তালিকায় দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজোয় লম্বা ছুটি দেওয়া হয়েছে। কালীপুজো, ভাইফোঁটা আর ছট পুজোতেও লম্বা ছুটি দেওয়া হয়েছে।

310
ছুটি নিয়ে সমালোচনা

রাজ্য সরকারের দেওয়া লম্বা ছুটি নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ তীব্র সমালোচনা করেছে রাজ্য সরকারের। সেখানেও উঠে এসেথে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যু।

410
সরকারি কর্মীদের মন্তব্য

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, '২০২৫ সলে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশ করেছে। রাজ্য ডিএ প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট।'

510
মুখ্যমন্ত্রীর মন্তব্য তুলে খোঁটা

মলয় মুখোপাধ্যায় আরও বলেছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যিই বড় বিচিত্র যুক্তি।'

610
রাজ্যের ডিএ

এই রাজ্যে ডিএ একটি বড় ইস্যু। রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন আর মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাদের প্রাপ্ত মহার্ঘ ভাতা ১৪ শতাংশ। কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ। রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের হারে ডিএ।

710
গতবছর দুইবার ডিএ

গত বছর দুই বার ডিএ বৃদ্ধি করেছিল সরকার। একবার জানুয়ারি আর একবার এপ্রিল মাসে ডিএ জিয়েছিল সরকার।

810
রাজ্য কেন্দ্রের ডিএর ফারাক

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরও এক দফায় ডিএ বাড়তে পারে।

910
জানুয়ারিতে ডিএ!

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ কি জানুয়ারিতে বাড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজ্যের সরকারি কর্মীরা।

1010
ডিএ মামলা

জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্টে উঠতে পরে ডিএ মামলা। ৭ জানুয়ারি ডিএ মামলার শুনানি।

Share this Photo Gallery
click me!

Latest Videos