Sovan-Baisakhi: 'দলের মাথাকে মারার চেষ্টা!' মমতার বিরুদ্ধে বড় ষড়যন্ত্রের আশঙ্কা শোভন-বৈশাখীর
রাজনীতিতে প্রত্যক্ষভাবে না থেকেও রাজনীতিতেই রয়েছেন প্রাক্তন মেয়র শেভন চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী বৈশাখীর রাজনৈতিক যোগ তেমন না হলেও তাঁর মন্তব্যও বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। শোভন-বৈশাখী জুটির মন্তব্যকে নিয়ে জোর জল্পনা শুরু বাংলার রাজনীতিতে।
Saborni Mitra | Published : Nov 23, 2024 11:49 AM IST
তৃণমূলে নতুন দাবি
সম্প্রতি তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। তাঁকে উপমুখ্যমন্ত্রী করার পাশাপাশি পুলিশ মন্ত্রী করারও দাবি উঠেছে। তৃণমূলের এক বর্ষীয়ান নেতার গলাতেও এই দাবি শোনা গেছে।
মমতাতেই আস্থা
এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওপরই সম্পূর্ণ আস্থা রাখলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্য়ায়। একই সুর শোনা গেল তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। যদিও শোভন আর বৈশাখী প্রকাশ্যে কখনই ভিন্ন মত পোষণ করেন না। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন।
মমতার বিরুদ্ধে ষড়যন্ত্র
তৃণমূল কংগ্রেসের এই ভিন্ন সুর বা দাবিকে শোভন-বৈশাখী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। গোটা বিষয়টি তাঁদের কাছে বড় ষড়যন্ত্রের সামিল।
মমতার জন্য সওয়াল
শোভন -বৈশাখীর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার কমানো, মমতার বিকল্প খোঁজা, এসব হয় না পশ্চিমবঙ্গে তঁর বিকল্প আসবে না। যারা স্বার্থন্বেষী, নিজেদের কোনও স্বার্থ চরিতার্থ করার জন্য পরিকল্পনা করে এসব করছেন।'
বৈশাখীর দৃষ্টিকোন
মমতার ভার কমাতে অভিষেককে দায়িত্ব নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় মন্তব্য আরও বড় প্রশ্ন তুলে দিল তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিকল্প নেই কিন্তু কিছু জন বড়কে ছোট করে দেখাচ্ছে। আসলে পার্টির প্রাণ ভোমরাকে মারার চেষ্টা করছে। এটা একটা অশনি সংকেত।'
বৈশাখীর অনুমান
বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অনুমান গোটা বিষয়টির মধ্যে একটি বড় ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, এটা একটা ষড়যন্ত্র। এদের প্রত্যেকের একটা এজেন্ডা থাকে। সেটা যখন পরিপূর্ণতা না পায় তখন দলকে অস্থির করে সাময়িক অস্থিরতা তৈরি করে। তিনি আরও বলেন এর মধ্যে অনেক বড় রাজনীতি রয়েছে।
শোভনের মন্তব্য
শোভন চট্টোপাধ্যায় বলেব, যারা প্রথম দিন থেকে আন্দোলনের শরিক, তারা এসব ভাবতেও যাবেন না। অনেক সময় বানের জলের মত যারা আসে তাদের মধ্যে থেকে এজাতীয় দাবি ওঠে।
তৃণমূলে তুলকালাম
কয়েক দিন ধরেই মমতার ভার কমাতে অভিষেককে দায়িত্ব দেওয়ার দাবি উঠছে। হুমায়ুন কবীরের পাশপাশি সৌগত রায়ও এই কথা বলেছেন। তাতেই তৃণমূলের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। তাতে নতুন মাত্র দিতে চলছে শোভন বৈশাখীর মন্তব্য।