ঘূর্ণিঝড়ের জেরে কি বরফ পড়ফ পড়বে! ঠিক কতটা খারাপ হতে পারে আবহাওয়া?
ঘূর্ণিঝড়ের জেরে কি বরফ পড়ফ পড়বে! ঠিক কতটা খারাপ হতে পারে আবহাওয়া?
Anulekha Kar | Published : Nov 23, 2024 1:29 AM IST
আরও একটা সপ্তাহ চলবে শুষ্ক আবহাওয়া। গত ২৪ ঘণ্টায় বেশ অনেকটা কমে গিয়েছে তাপমাত্রা। ৪৮ ঘণ্টার মধ্যে আরো ২-৩ ডিগ্রি নেমে যাবে পারদ।
সামনের সপ্তাহে ১৮-র ঘরে নেমে যেতে পারে পারদ, এমনই জানিয়েছে আবহাওয়া দফতর।
বহু এলাকায় এখন থেকেই শুরু কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত।
তবে এখন এইরকমই থাকবে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝির আগে ঠিক মতো শীত পড়বে না কলকাতায়।
তবে এর মধ্যে বাংলাদেশের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে। সমুদ্রতল থেকে দেড় কিমি উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে সার্কুলেশনটি।
তৈরি হয়েছে আরও একটি সাইক্লোন। কোমরিন এলাকায় তৈরি হয়েছে এই সাইক্লোন। যার জেরে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৩-২৪ নভেম্বর নাগাদ এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই এক ঝটকায় আরও অনেকটা পারদ নেমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।