২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা! নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? ঢুকবে মোটা টাকা

২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা! নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? ঢুকবে মোটা টাকা

Anulekha Kar | Published : Sep 24, 2024 10:16 AM / Updated: Sep 24 2024, 10:17 AM IST
18
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

সেপ্টেম্বর মাসেই বাড়বে কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশনের আওতায় ভাতা বাড়ানো হবে।

28
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

পুজোর আগেই সু-খবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মোটা টাকা জমা পড়বে অ্যাকাউন্টে।

38
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

চলতি মাসের শেষ সপ্তাহতেই ডি-এ বৃদ্ধি পাওয়া কথা জানা গিয়েছে। ফলত মুখে হাসি ফুটতে পারে অনেকেরই।

48
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

জানা গিয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভায় বৈঠক হবে। আর এই বৈঠকেই ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হবে।

58
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই মাসে মোট ৩ শতাংশ ডিএ বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। তাই টাকার পরিমাণও বেশ খানিকটা বাড়বে এমনই অনুমান করা যেতে পারে।

68
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

আবার ৪ শতাংশ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন অনেকে। তবে ঠিক কত শতাংশ বাড়তে চলেছে তার সঠিক কোনও খবর জানা যায়নি।

78
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই ৩ বা ৪ শতাংশ ডিএ ২০২৪-এর জুলাই মাস থেকে প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

88
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই টাকা গণনা করা হবে অক্টোবর মাস থেকে। ফলে অক্টোবর থেকে জুন মাসের টাকা একসঙ্গে জুলাই মাসে ঢুকতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos