২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা! নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? ঢুকবে মোটা টাকা

Published : Sep 24, 2024, 10:16 AM ISTUpdated : Sep 24, 2024, 10:17 AM IST

২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা! নতুন সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? ঢুকবে মোটা টাকা

PREV
18
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

সেপ্টেম্বর মাসেই বাড়বে কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশনের আওতায় ভাতা বাড়ানো হবে।

28
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

পুজোর আগেই সু-খবর পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মোটা টাকা জমা পড়বে অ্যাকাউন্টে।

38
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

চলতি মাসের শেষ সপ্তাহতেই ডি-এ বৃদ্ধি পাওয়া কথা জানা গিয়েছে। ফলত মুখে হাসি ফুটতে পারে অনেকেরই।

48
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

জানা গিয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভায় বৈঠক হবে। আর এই বৈঠকেই ডিএ বাড়ানোর কথা ঘোষণা করা হবে।

58
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই মাসে মোট ৩ শতাংশ ডিএ বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। তাই টাকার পরিমাণও বেশ খানিকটা বাড়বে এমনই অনুমান করা যেতে পারে।

68
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

আবার ৪ শতাংশ বাড়ানো হতে পারে বলেও জানিয়েছেন অনেকে। তবে ঠিক কত শতাংশ বাড়তে চলেছে তার সঠিক কোনও খবর জানা যায়নি।

78
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই ৩ বা ৪ শতাংশ ডিএ ২০২৪-এর জুলাই মাস থেকে প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

88
২০২৫-এর জুলাইতে বিড়াট অঙ্কের বেতন পাবেন সরকারি কর্মীরা!

এই টাকা গণনা করা হবে অক্টোবর মাস থেকে। ফলে অক্টোবর থেকে জুন মাসের টাকা একসঙ্গে জুলাই মাসে ঢুকতে পারে।

click me!

Recommended Stories