সামনে এল সন্দীপের নয়া কীর্তি! চাঞ্চল্যকর ভিডিও ফাঁস, ২০২১ সালে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কী করেছিল? জানলে চমকে যাবেন

সামনে এল সন্দীপের নয়া কীর্তি! চাঞ্চল্যকর ভিডিও ফাঁস, ২০২১ সালে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কী করেছিল? জানলে চমকে যাবেন

Anulekha Kar | Published : Sep 24, 2024 4:19 AM IST
17
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

আরজিকর মামলার তদন্দ এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের একাধিক জঘন্য কর্মকাণ্ড। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও।

27
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এই ভিডিওতে ধরা পড়েছে সন্দীপ ঘোষের অত্যন্ত খারাপ আচরণ। এ ছাড়াও আরও একাধিক অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে।

37
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

জানা গিয়েছে ২০২১ সালে আরজিকর মেডিকিযাল কলেজ ও হাসপাতালের প্ল্যাটিনাম জুবলিতে সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন।

47
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

সেই আন্দোলন তুলতেই যথাসাধ্য চেষ্টা করেন সন্দীপ ঘোষ। আন্দোলনকারী ডাক্তারদের বাড়িতে চিঠি পাঠানো হয়। এমনকী ফোন করে হুমকি দেওয়া হয় অভিভাবকদেরও।

57
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এরপর সায়ন ও মৈনাক রায় নামের দুই চিকিৎসক সন্দীপের অফিসে গিয়ে প্রতিবাদ জানায়। সঙ্গে সঙ্গে তাঁদের তাড়িয়ে দেন প্রাক্তন প্রিন্সিপাল।

67
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এ প্রসঙ্গে চিকিৎসক ওই পড়ুয়া সন্দীপকে জানান, "বাড়িতে পুলিশ বা চিঠি পাঠানোর ফলে যদি বাবা মায়ের কিছু হয়ে য়ায় সেই দায় আপনাকে নিতে হবে"।

77
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

শুধু তাই নয় এই আন্দোলনের কারণে বহু ছেলে মেয়ের রেজিস্ট্রশনও আটকে দেওয়া হয়েছিল। অনেককেই ওথ নিতে দেননি সন্দীপ। বলতে গেলে আরজিকরে তাঁর গুণ্ডা রাজ চলত।

Share this Photo Gallery
click me!

Latest Videos