সামনে এল সন্দীপের নয়া কীর্তি! চাঞ্চল্যকর ভিডিও ফাঁস, ২০২১ সালে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কী করেছিল? জানলে চমকে যাবেন

Published : Sep 24, 2024, 09:49 AM IST

সামনে এল সন্দীপের নয়া কীর্তি! চাঞ্চল্যকর ভিডিও ফাঁস, ২০২১ সালে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কী করেছিল? জানলে চমকে যাবেন

PREV
17
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

আরজিকর মামলার তদন্দ এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের একাধিক জঘন্য কর্মকাণ্ড। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি চাঞ্চল্যকর ভিডিও।

27
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এই ভিডিওতে ধরা পড়েছে সন্দীপ ঘোষের অত্যন্ত খারাপ আচরণ। এ ছাড়াও আরও একাধিক অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে।

37
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

জানা গিয়েছে ২০২১ সালে আরজিকর মেডিকিযাল কলেজ ও হাসপাতালের প্ল্যাটিনাম জুবলিতে সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিলেন।

47
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

সেই আন্দোলন তুলতেই যথাসাধ্য চেষ্টা করেন সন্দীপ ঘোষ। আন্দোলনকারী ডাক্তারদের বাড়িতে চিঠি পাঠানো হয়। এমনকী ফোন করে হুমকি দেওয়া হয় অভিভাবকদেরও।

57
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এরপর সায়ন ও মৈনাক রায় নামের দুই চিকিৎসক সন্দীপের অফিসে গিয়ে প্রতিবাদ জানায়। সঙ্গে সঙ্গে তাঁদের তাড়িয়ে দেন প্রাক্তন প্রিন্সিপাল।

67
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

এ প্রসঙ্গে চিকিৎসক ওই পড়ুয়া সন্দীপকে জানান, "বাড়িতে পুলিশ বা চিঠি পাঠানোর ফলে যদি বাবা মায়ের কিছু হয়ে য়ায় সেই দায় আপনাকে নিতে হবে"।

77
ফাঁস হল সন্দীপের আরও বড় কু-কীর্তি!

শুধু তাই নয় এই আন্দোলনের কারণে বহু ছেলে মেয়ের রেজিস্ট্রশনও আটকে দেওয়া হয়েছিল। অনেককেই ওথ নিতে দেননি সন্দীপ। বলতে গেলে আরজিকরে তাঁর গুণ্ডা রাজ চলত।

click me!

Recommended Stories