বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে বুধবার রাতে জানানো হয়েছে এই কথা।
বন্যার কারণে বিপর্যস্ত পরিস্থিতি উত্তরবঙ্গে। টানা বৃষ্টি আর হড়পা বানে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে। মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে লোনাক হ্রদ ফেটে তিস্তায় এসেছে হড়পা বান। ভেঙে গিয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম। বুধবার সকালে উত্তর সিকিমের এই লোনাক হ্রদ আচকা ভেঙে যায়। এর কারণে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সিকিমে।
এবার সেই বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার উত্তরবঙ্গে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে বুধবার রাতে জানানো হয়েছে এই কথা। বর্তমানে দিল্লিতে আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, তাঁর সফরে পরিবর্তন আনা হয়েছে এই বন্যা পরিস্থিতির কারণে। দিল্লি থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় সরাসরি বাগডোগরাগামী বিমানে সওয়ার হবেন রাজ্যপাল। এদিকে আবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবারই রাজভবন চলো-র ডাক দিয়েছে তৃণমূল। সে সময় রাজ্যপাল রাজভবনে না থাকলে বিষয়টি নিয়ে জলঘোলা হবে বলে মনে করছেন অনেকে। তবে, শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গে যাবেন কি না সেটাই এখন প্রশ্ন।
আপাতত হড়পা বানের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি সিকিমের। তিস্তার জলের স্তর ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বুধবার তিস্তা লাগোয়া এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। কিছু এলাকায় রয়েছে হলুজ সতর্কতা। জলের তোড়ে ভেসে গিয়েছে বেশকিছু বাড়ি। আবার তিস্তা প্রবেশ করেছে জলপাইগুড়ি জেলায়। পরিস্থিতি নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সে কারণে বুধবার নবান্নে তিনি পর্যালোচনা বৈঠকে ভার্জুয়ালি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
Abhishek Banerjee : 'চ্যালেঞ্জ মোদীকে, প্রধানমন্ত্রীর থেকে দশগুণ বেশি জেদ আমার' হুমকি অভিষেকের
Weather Update Today : ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি, পুজোর বাজার হবে পণ্ড!
Weather News: জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, বঙ্গের আকাশে রোদ উঠবে কবে?