প্রাক্তনের সাথে বর্তমানের আলাপ, আনন্দ বোস আর জগদীপ ধনখড়ের বৈঠক নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা

একদিকে যখন রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী অপসারিত, সেই আবহেই বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ। 

প্রাক্তনের সঙ্গে বর্তমানের সাক্ষাৎ নিয়ে আপাতত মুখর রয়েছে বাংলার রাজনৈতিক শিবির। দুই প্রশাসনিক কর্তার আলাপচারিতার পর রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেবে, সেই দিকেই তাকিয়ে সকলে। প্রথম ব্যক্তি হলেন জগদীপ ধনখড়। বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি। অপরজন বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোস। বাংলার সেই প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দিল্লিতে দেখা করলেন বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। একদিকে যখন রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তী অপসারিত, সেই আবহেই বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে বর্তমান রাজ্যপালের সাক্ষাৎ।

জগদীপ ধনখড় রাজভবনে থাকাকালীন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার উঠে এসেছে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাতের কথা। তিনি বাংলার ক্ষমতায় থাকাকালীন বারবার শাসকদল তৃণমূল ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতেন, শাসকদলও তাঁকে কেন্দ্রের শাসকমহল বিজেপির ‘পক্ষপাতি’ বলে দোষারোপ করত। তবে, সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল হওয়ার পর সুসম্পর্ক তৈরি হয়েছিল রাজ্য-রাজ্য়পালের মধ্য়ে। কিন্তু, এই নয়া সাক্ষাৎপর্বের পর কি সেই সুসম্পর্ক বজায় থাকবে?


 

Latest Videos

রবিবার গভীর রাতে দিল্লিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বঙ্গভবনে গিয়ে ওঠেন তিনি। আর তারপরদিন সোমবার হলুদ গোলাপ নিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন তিনি। দু’জনের মধ্য়ে ঠিক কোন কোন বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে অবশ্য খোলসা করেননি কেউই। তবে, প্রাক্তন রাজ্যপাল তাঁর অতীতের অভিজ্ঞতা থেকে নবাগতকে কী পরামর্শ দিলেন, সেই প্রসঙ্গেও তুমুল চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে।

আরও পড়ুন-

নিউ গড়িয়া-রুবি মেট্রোর কাজে একাধিক খামতি, তড়িঘড়ি গাফিলতি পূরণের নির্দেশ রেলওয়ে সেফটি কমিশনারের
ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিক বা প্রেমিকাকে পাশে বসিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার আগে জেনে নিন, কত হল আজকের পেট্রোল-দর
বিদায়ের পথে পা বাড়িয়েছে সাময়িক শীত, তার আগে মঙ্গলবার কমে গেল কলকাতার তাপমাত্রা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury