West Bengal Transport Tax: বিরাট ছাড় গাড়ির করে, মুকুব হতে পারে জরিমানা! দুর্দান্ত সুযোগ দিচ্ছে মমতা সরকার

Published : Feb 18, 2024, 09:52 AM IST
West Bengal Weather Rain forecast till Friday In Kolkata temperature drops bsm

সংক্ষিপ্ত

অনেক গাড়ির মালিকই এই নয়া স্কিমের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেকেই। এই গাড়ির করের নতুন স্কিমের মাধ্যমে সামগ্রিকভাবে পরিবহণ দফতর ও সাধারণ গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে। 

শনিবার বিধানসভায় দুটি বিল পাশ করা হয় যা ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যিক গাড়ি উভয়ের ক্ষেত্রেই বেশ ভালোরকম কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, একাধিক ধাপের মাধ্যমে থাকবে এই কর ছাড়ের বিষয়টি। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, 'এই নতুন গাড়ি কর কাঠামোতে যদি ১০ শতাংশও আদায় করা যায় তবে রাজ্য সরকারের ৯০০ থেকে হাজার কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে।'

কর ছাড় ছাড়াও ওয়েভার স্কিমও চালু করেছে পরিবহণ দফতর। জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস ধরে নতুন স্কিমটি চালু হয়েছে। ব্যবস্থার মাধ্যমে মালিকরা বকেয়া কর জমা দিলে গাড়ির জরিমানা মকুব করা হচ্ছে। অনেক গাড়ির মালিকই এই নয়া স্কিমের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেকেই। এই গাড়ির করের নতুন স্কিমের মাধ্যমে সামগ্রিকভাবে পরিবহণ দফতর ও সাধারণ গাড়ির মালিক উভয়েরই সুবিধা হবে।

এই ছাড়ের আকর্ষণে অনেকেই চাইবেন যে তাঁর গাড়ির কর যাতে মিটিয়ে দেওয়া যায়। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে একসঙ্গে যদি ১০ বছরের কর দিয়ে দেন তবে কর ছাড় অনেকটাই হতে পারে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এককালীন যদি কেউ ৫ বছরের কর জমা দিয়ে দেন তবে সেক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় মিলবে। ১০ বছরের কর একসঙ্গে জমা দিলে ৪০ শতাংশ ছাড় মিলবে। যদি তিন বছরের কর একসঙ্গে দিতে চান ১৫ শতাংশ তবে ছাড় মিলবে। এর জেরে বাড়তে পারে সরকারের রাজস্ব। পরিবহণ দফতরেরও সুবিধা হবে।

PREV
click me!

Recommended Stories

মৃতদেহ টেনে এনে কলতলায় ধুয়ে কামড়ে খাচ্ছিল! হাতেনাতে পাকড়াও কোচবিহারে 'নরখাদক'
এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের