সন্দেশখালির ন্যাজাট থেকে এদিনই গ্রেফতার করা হয়েছে শিবু হাজরাকে। রবিবার তাকে পেশ করা হবে আদালতে। অন্যদিকে ফেরার তৃণমূল নেতা শাহজাহানের খোঁজ চলছে।
অবশেষে গ্রেফতার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শিবু হাজরা ওরফে শিবপ্রসাদ হাজরা। সন্দেশখালি নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় শিবু হাজরাকে। সূত্রের খবর ন্যাজাট থেকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালিতে গণ ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেই গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা তথা সন্দেশখালির ত্রাস উত্তম সর্দারকে। যদিও এখনও অধরা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান।
পুলিশ সূত্রের খবর সন্দেশখালির ন্যাজাট থেকে এদিনই গ্রেফতার করা হয়েছে শিবু হাজরাকে। রবিবার তাকে পেশ করা হবে আদালতে। অন্যদিকে ফেরার তৃণমূল নেতা শাহজাহানের খোঁজ চলছে।
সন্দেশখালির ২ নম্বর ব্লক সভাপতি শিবু হাজারা। শেখ শাহজাহানের অন্যতম অনুগামী। শাহজাহানের সূত্র ধরেই তার নাম উঠে আসে। কারণ ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল তখনই শিবু হাজরার নাম আসে। যদিও তারপর থেকে আর দেখা পাওয়া যায়নি তার।
অন্যদিকে শাহজাহানের অনুগামীরা এলাকার মানুষের ওপর অত্যাচার করত। এই অভিযোগ তোলার পরই আরও একবার সামনে আসে শিবু হাজরার নাম। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়। এলাকার মানুষ শিবুর গ্রেফতারের দাবিও জানিয়েছিল। তারপরই এদিন পুলিশ গ্রেফতার করেছে তৃণমূল নেতারা। স্থানীয় সূত্রের খবর শিবু হাজরা শেখ শাহজাহানের ডান হাত বলেও পরিচিত। এলাকার বেআইনি কাজও সে করত বলে অভিযোগ।
স্থানীয়দের কথায় আমির গাজি, দেবাশি,শিবু হাঁসদা, উত্তম, লাল্টু - এরাও এলাকার ত্রাস। আমির গাজি শেহ শাহজাহানের গুরু। এরা সকলেই এলাকায় নৈরাজ্য চালায়। এলাকায় লুঠপাট মহিলাদের শ্লীলতাহানির সঙ্গেও যুক্ত। স্থানীয়দের অভিযোগ তাদের সন্তানদের জোর করে নিয়ে যায়। হাতে তুলে দেয় বন্দুক। এক বৃদ্ধ মহিলা বলেছেন, এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। স্থানীয়দের মদতে বাইরে লোক নিয়ে এসে এলাকায় আশান্তি তৈরি করা হয়। এমনকি বাড়িতে থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি। এলাকায় মহিলারা নিরাপদ নয় বলেও দাবি স্থানীয়দের। দুষ্কৃতিদের শান্তির দাবিতেই বিক্ষোভ দেখান মহিলারা।
আরও পড়ুনঃ
সদগুরুর ইশা ফাউন্ডেশন ভারতীয় সেনা বাহিনীর ১১ হাজার কর্মী যোগ প্রশিক্ষণ দিয়েছে
মনের সুখে রোল-চাউমিন খাচ্ছেন? জানেন ফাস্টফুডে আসক্তি ধীরে ধীরে কিডনি খারাপ করে দেয়
BJP News: ৩৭০ আসন জয়ের লক্ষ্য বিজেপির বড় বৈঠক, উপস্থিত নরেন্দ্র মোদী- অমিত শাহ