
পুজোর ছুটি শেষ। ইতিমধ্যেই খুলে গিয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পুজোর ছুটি এখনও শেষ হয়নি। তাই এখনও বন্ধ রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল।
আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের ছুটির মধ্যে বেশ অনেকটাই তফাৎ রয়েছে।
রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলি লক্ষ্মী পুজোর দু'দিন পর থেকে কালী পুজোর আগে পর্যন্ত খোলা ছিল। তবে ওই সময় বন্ধ ছিল রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল।
ফলত প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা ক্ষোভ জমা হয়েছে। বড়দের থেকে ছোটরা অনেক বেশি ক্লাস পাচ্ছে। ছুটি অনেক কম পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা। তাই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা একই করার দাবি সামনে আসছিল।
এরকপর ছুটির হিসাবে সমতা আনছে রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ ২০২৫ থেকে হাইস্কুলের মতো টানা এক মাস বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও। গরমের ছুটি দেওয়া হবে মে মাসের শেষের দিকে। এপ্রিলের প্রথমে শুরু হবে মর্নিং স্কুল। প্রবল গরম থেকে বাঁচতেই মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।