মেডিক্যাল ভিসা নিয়ে এলেও থাকতে দেওয়া হবে না, বাংলাদেশীদের জন্য বন্ধ শিলিগুড়ির হোটেল

Published : Dec 26, 2025, 04:10 PM ISTUpdated : Dec 26, 2025, 04:15 PM IST
Siliguri

সংক্ষিপ্ত

Siliguri Hotels: ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup) ফাইনালের পর দার্জিলিঙের (Darjeeling) হোটেলে বাংলাদেশী (Bangladeshi) পর্যটকদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার শিলিগুড়িতেও একই সিদ্ধান্ত নেওয়া হল।

DID YOU KNOW ?
বাংলাদেশে হিন্দু নির্যাতন
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। শিলিগুড়িতে এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে।

Siliguri News: শিলিগুড়ির কোনও হোটেলে আর থাকতে পারবেন না বাংলাদেশ থেকে আসা কোনও ব্যক্তি। সাধারণ বাংলাদেশী পর্যটকদের তো ঘর দেওয়া হবেই না, মেডিক্যাল ভিসা নিয়ে আসা ব্যক্তিদেরও থাকতে দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (Greater Siliguri Hoteliers Welfare Association) যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানিয়েছেন, 'গত বছর বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়, তা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই, শিলিগুড়ির কোনও হোটেলে বাংলাদেশ থেকে আসা কোনও পর্যটককে থাকতে দেওয়া হবে না। কিন্তু তারপর মানবিকতার খাতিরে আমরা সিদ্ধান্ত নিই, যাঁরা মেডিক্যাল ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন, শুধু তাঁদেরই আমাদের হোটেলে থাকতে দেওয়া হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ থেকে মেডিক্যাল ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের থাকতে দেওয়া হচ্ছিল। কিন্তু আর বাংলাদেশীদের থাকতে দেওয়া হবে না।'

কেন সিদ্ধান্ত বদল শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠনের?

উজ্জ্বল আরও বলেছেন, ‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের কিছু নেতা শিলিগুড়ি করিডর ও উত্তর-পূর্ব ভারতের (Northeast India) সেভেন সিস্টার্স (Seven Sisters) যে ধরনের মন্তব্য করছেন, তার প্রতিবাদ জানিয়েছি আমরা। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে কোনও বাংলাদেশীকে ঘর দেওয়া হবে না। এমনকী, মেডিক্যাল ভিসা নিয়ে আসা কোনও বাংলাদেশীকেও শিলিগুড়ির হোটেলে ঘর দেওয়া হবে না। আমাদের দেশ সবার আগে। তারপর ব্যবসা হবে।’

ফুলবাড়িতে বিক্ষোভ বিজেপি-র

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে। দীপু চন্দ্র দাশ (Dipu Chandra Das) নামে এক সংখ্যালঘু যুবককে প্রকাশ্য রাস্তায় হত্যা করা হয়েছে। মারধরের পর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে দীপুকে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠন। 'বয়কট বাংলাদেশ' স্লোগান উঠেছে ভারতে। আজ ভারতের 'চিকেনস নেক' হিসেবে পরিচিত শিলিগুড়ির ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের যানবাহনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি-র (BJP) কর্মী-সমর্থকরা। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৩
২০২৩ সালে বাংলাদেশীদের জন্য বন্ধ দার্জিলঙের হোটেল।
২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর উল্লাসের জন্য দার্জিলিঙের হোটেলে বাংলাদেশীদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়।
Read more Articles on
click me!

Recommended Stories

শীতের হাওয়ায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, পয়লা জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেখুন
India Bangladesh: বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ফুঁসছে বাংলা! শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ