১০০ দিনের কাজের থেকেও কম মাইনে! চাকরিহারাদের বদলে পড়াচ্ছেন 'অতিথি' শিক্ষকরা, কত পাচ্ছেন তাঁরা?

Published : Apr 09, 2025, 05:34 PM IST

‘নেই’ হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজারের চাকরি (School Teacher)। যারা চাকরি হারিয়েছেন, তাদের তো মাথায় হাত পড়েছেই, অকূল পাথারে পড়েছে রাজ্যের বহু স্কুল। কীভাবে কাজ চলছে? চাকরিহারাদের বদলে পড়াচ্ছেন 'অতিথি' শিক্ষকরা। কত মাইনে দেওয়া হচ্ছে তাঁদের?

PREV
110

এসএসসি কাণ্ডে ঠগ বাছতে গাঁ উজাড় হয়েছে। যোগ্য অযোগ্য আলাদা করতে না পেরে ২০১৬-র গোটা প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মুহূর্তের মধ্যে ‘নেই’ হয়ে গিয়েছে প্রায় ২৬ হাজারের চাকরি (School Teacher)।

210

এক ধাক্কায় কার্যত শিক্ষক শূন্য হয়ে যেতে বসেছে স্কুলগুলি। মাত্র কয়েক জন শিক্ষক শিক্ষিকা (School Teacher) নিয়ে পড়ুয়াদের সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

410

রাজ্যের প্রায় সর্বত্রই এসএসসি রায়ের প্রভাব স্পষ্ট। ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে ১৯ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাইস্কুলের।

510

পড়ে রয়েছেন মোটে ৮ জন শিক্ষিকা (School Teacher)। এদিকে স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার।

610

আগে স্কুলে ছিল ২৭ জন শিক্ষক। তারপরেও আরো ৪৪ টা পদ খালি ছিল। কিন্তু শীর্ষ আদালতের একটি রায়ে ১৯ জন শিক্ষকের চাকরি ‘কাট’ হয়ে গিয়েছে।

710

এমতাবস্থায় স্কুল চালাতে গিয়েই অতিথি শিক্ষকদের (School Teacher) শরণাপন্ন হয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু তাদের বেতনের অঙ্ক নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্ক।

810

কিন্তু অতিথি শিক্ষক ছাড়া আপাতত গতি নেই। কিন্তু তাঁদের বেতন আসবে কোত্থেকে? তাই স্কুলের উন্নয়নের জন্য রাখা ফান্ড ভেঙেই মাসে ৩ হাজার টাকা সাম্মানিক তুলে দেওয়া হচ্ছে তাঁদের হাতে।

910

প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু স্কুলেই চলছে পরীক্ষা। তার মধ্যে শিক্ষকরা চাকরি হারানোয় পড়াশোনা চলবে কী করে তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষরা। কিছু স্কুলে সাময়িক ভাবে বাতিল হয়েছে পরীক্ষাও।

1010

এবার ১০০ দিনের কাজের থেকেও কম বেতনে শিক্ষকতার খবরে নতুন করে বিতর্ক ছড়াল শিক্ষক মহলে।

click me!

Recommended Stories