কল্যাণ আর মহুয়ার মধ্যে কে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে? তৃণমূলের ঝগড়া নিয়ে কী বললেন তিনি

Published : Apr 08, 2025, 09:30 PM IST

Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ। তিনি কল্যাণ আর মহুয়ার মধ্যে তুলনা টেনেছেন। যদিও তিনি বলেছেন, তিমি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও কথাই বলতে চান না। 

PREV
110
তৃণমূলের গৃহযুদ্ধ

তৃণমূল কংগ্রেসের সংসদের মধ্যে তুমুল অশান্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করে তেমনই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

210
ঝামেলা

মূলত তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমস্যা। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন সাংসদ জড়িয়ে পড়েন। যদিও কেউ নাম প্রকাশ্যে আনেননি। মহিলা সাংসদ বলেই কথা বলা হয়েছে। তাতেই তৃণমূলের অনুমান মহুয়া মৈত্র।

310
নাম না করেই আক্রমণ

দলের মহিলা সাংসদকে নাম না করে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের অন্দরের কথা তিনি মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন।

410
অভিজিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ। তিনি কল্যাণ আর মহুয়ার মধ্যে তুলনা টেনেছেন। যদিও তিনি বলেছেন, তিমি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও কথাই বলতে চান না।

510
এগিয়ে মহুয়া

অভিজিৎ জানিয়েছেন, তিনি তৃণমূলের দলীয় ব্যবস্থায় কথা বলতে চান নাা। তবে দই সাংসদের মধ্যে তিনি এগিয়ে রাখবেন মহুয়া মৈত্রকে।

610
অভিজিৎ বলেন

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংসদে বক্তব্য রাখেন। তিনি প্রস্তুতি নিয়ে আসেন। '

710
অভিজিতের বক্তব্য

কল্যাণ আরও বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের থেকে অনেক ভাল, পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখেন মহুয়া।

810
সাফ কথা

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ কথা সাংসদ হিসেবে কল্যাণথেকে থেকে সাংসদ হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র।

910
কল্যাণের বক্তব্য

যদিও কল্যাণ বলেন, নাম না করেই আক্রমণ করেছেন মহুয়া মৈত্রকে। তিনি বলেছেন, ফটরফটর করে ইংরেজি বলা সাংসদ। তিনি বলেছেন, মহিলা সংসদের নিশানায় থাকে শুধু মোদী আর আদানি। রাজ্যের বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা সাংসদ কিছুই বলেন না। সেই হিসেবে তাঁর নিশানায় মহুয়াই।

1010
মহুয়ার প্রতিক্রিয়া

মহুয়া মৈত্র গোটা বিষয় মুখে কুলুপ এঁটেছেন। তবে তৃণমূল সূত্রের খবর, গোটা বিষয়টি তিনি তৃণমূল সুপ্রিমোকে জানিয়েছেন। সূত্রের খবর তিনি হোয়াটস অ্যাপ গ্রুপও ছেড়েছেন।

Read more Photos on
click me!

Recommended Stories