Abhijit Gangopadhyay: চাকরিহাদের একাংশ মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাদের আর্জি মেনেই চাকরিহারাদের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই তাদের সঙ্গেই এসএসসি ভবন অভিযানে যান অভিজিৎ।
নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারাদের নিয়ে এবার এসএসসি দফতর অভিযানে গেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
210
চাকরিহাদের সঙ্গে বৈঠক
চাকরিহাদের একাংশ মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাদের আর্জি মেনেই চাকরিহারাদের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই তাদের সঙ্গেই এসএসসি ভবন অভিযানে যান অভিজিৎ।
310
সঙ্গে কৌস্তভ
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে ছিলেন আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
চাকরিহারাদের সঙ্গে বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন। তিনি বলেন, 'যোগ্যদের চাকরি বাঁচানোর দায়ে মুখ্যমন্ত্রীরই। তাঁর জন্যই যোগ্য - অযোগ্যদের বাছাই করা যাচ্ছে না।'
510
নিশানায় এসএসসিও
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন চাকরিহারাদের সামনেই নিশানা করেন এসএসসিকে। তিনি বলেন, এসএসসি চাইলেই যোগ্য আর অযোগ্যদের পৃথক করতে পারে। তিনি আরও বলেন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হাত-পা বেঁধে রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কারণেই বাছাই হচ্ছে না।
610
যোগ্য - অযোগ্যদের বাছাই কি সম্ভব?
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মতে এখনও বাছাই করা সম্ভব। তিনি বলেন, 'ওঁরা বলছেন, ওঁরা ওএমআরের হার্ডকপি পুড়িয়ে ফেলেছেন! এ নিয়ে আমার সন্দেহ আছে। তবে যদি সত্যই তা হয়ে থাকে তা হলে আসল-নকল বাছাইয়ের উপায় নেই'। উপায় হিসেবে তিনি বলেছেন, পরীক্ষার ফলাফলের সঙ্গে নিয়োগতালিকা মিলিয়ে দেখা হোক কত জন আদতেই পাশ করেছেন। অথবা অযোগ্যদের বাছতে সিবিআইয়ের তালিকা সঠিক ধরে নিয়ে এগোক এসএসসি।
710
সুপ্রিম কোর্টে যেতে চান
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'আমরা যোগ্য - অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার জন্য বৃহত্তম আন্দোলনের পথে হাঁটব। বাংলা জুড়ে অভ্যুত্থানের সৃষ্টি হবে।' তিনি আরও বলেছেন, তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।
810
যোগ্যদের শাস্তি নয়
অভিজিৎ আরও বলেছেন, অযোগ্যদের শাস্তি দেওয়া যাবে। কিন্তু যোগ্যদের কোনও শাস্তি দেওয়া হবে না।
910
বাছাই কমিটি
অভিজির গঙ্গোপাধ্যায় চান, এসএসসির পক্ষ থেকেউ উদ্যোগ নেওয়া হোক যোগ্য ও অযোগ্যদের বাছাই করার। তার জন্য একটি কমিটি তৈরির দাবিও করেছেন। প্রমাণ হিসাবে সিবিআই হরিয়ানা থেকে এ সংক্রান্ত একটি মাদার ডিস্ক উদ্ধার করেছে। স্কুল সার্ভিস কমিশন ধরে নিক, সেটিই সঠিক তালিকা। তার পর সেখান থেকে যাচাই করে যোগ্য-অযোগ্য আলাদা করা হোক।
1010
বুধবার ফের অভিযান
বুধবার ফের এসএসসি- দফতরে অভিযানে যাবেন অভিজিৎরা। তেমনই জানিয়েছেন তাঁরা। অভিজিৎ বলেছেন, 'আমরা আমাদের দাবিদাওয়া জানিয়েছি। ওখানে থাকা পুলিশ আধিকারিককেও জানিয়েছি যে আমরা বুধবার আবার আসব। আমাদের দাবি, ওএমআরের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক। আর যাঁরা তা প্রকাশ্যে আনতে দিচ্ছেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক'