Gurap Rape-Murder Case: শিশুকে ধর্ষণ করে খুন! দোষী অশোক সিংকে ফাঁসির নির্দেশ আদালতের

হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। 

হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীর মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। শুক্রবার বিকেলে চুঁচুড়ার বিশেষ পকসো আদালতে দোষী অশোক সিংকে ফাঁসির সাজা শোনান বিচারক।

বুধবার, ঘটনার ৫২ দিনের মাথায় তাঁকে দোষী সাব্যস্ত করে পকসো আদালত। আজ সাজা ঘোষণা করা হল। পরিবার সূত্রে খবর, এদিনই ৫ বছরের মেয়ের জন্মদিন ছিল। আর জন্মদিনে তার প্রতি হওয়া চরম অন্যায়ের সুবিচার পেল সে। চুঁচুড়া পকসো আদালতের এই সাজা ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফিরল পরিবারে।

Latest Videos

কুলতলি, জয়গাঁয় ধর্ষণ-খুনের ঘটনার পর এবার গুড়াপেও অত্যন্ত কম সময়ের মধ্যে সাজা ঘোষণা করা হল। তদন্তে পুলিশের ভূমিকার প্রশংসা করে আদালত চত্বরেই গুড়াপ থানা জিন্দাবাদ স্লোগান তোলেন জনতা। পুলিশ অফিসারদের পরানো হয় মালা।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৪ নভেম্বর মাসে। গুড়াপের একটি গ্রামে এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। জানা যায়, শিশুটি বিকেলে খেলতে গিয়ে হটাৎই নিখোঁজ হয়ে যায়। পরে অবশ্য প্রতিবেশী অশোক সিংয়ের বাড়ি থেকে কম্বল চাপা অবস্থায় মেলে তাঁর রক্তাক্ত দেহ।

প্রতক্ষদর্শীরা জানান, উদ্ধার করার সময় নাবালিকাটি বিবস্ত্র অবস্থায় ছিল। কিন্তু তাঁকে হত্যা করে কম্বল, মশারি, কাঠ চাপা দিয়ে ঘরে মৃতদেহ লোপাটের চেষ্টা করেছিল অশোক। তবে শেষরক্ষা হয়নি। গ্রেফতার করা হয় প্রতিবেশী অশোক সিংকে।

এই ঘটনায় হুগলির পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে একটি সিট গঠন করে তদন্ত শুরু করে জেলা পুলিশ। আর তারপরেই অশোক সিংয়ের বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে। এই মামলায় ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ। শেষপর্যন্ত, ১১ তারিখ চার্জ গঠন করা হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এরপর গত বুধবার, ১৫ জানুয়ারি অভিযুক্ত অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আর এদিন, অর্থাৎ শুক্রবার ন্যক্কারজনক কাজের জন্য অশোকের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন বিচারক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
কেমন আছেন Saif Ali Khan? দেখতে গেলেন Kareena Kapoor Khan! দেখুন #shorts #shortsfeed #shortsvideo
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন