দুর্নীতিতে নিজের নাম জড়াতে দেখে বড় আঘাত পেয়েছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়, ‘ধাওয়া করা’ এড়াতে লুকিয়ে আছেন সাংবাদিকদের কাছ থেকে

Published : Mar 03, 2023, 08:48 AM IST
haimanti gangopadhyay gopal dalapati

সংক্ষিপ্ত

সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে কিছুতেই নিজের বর্তমান অবস্থান জানাতে রাজি হননি গোপাল দলপতির (প্রাক্তন) স্ত্রী। 

নিয়োগ দুর্নীতির টাকার সঙ্গে জড়িয়ে থাকার বিষয়ে তদন্তকারীদের কাছে তাঁর নাম প্রকাশ করে দিয়েছিলেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। গোপাল দলপতির স্ত্রী হিসেবে ‘রহস্যময়ী’-র কথা প্রকাশ হলেও কে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়, তাঁর নামে খোলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি কতটা সত্য, তা নিয়ে ধন্ধে ছিল অনেকেই। হাওড়ায় বসবাসকারী তাঁর পরিবারের তরফেও তাঁর সম্পর্কে কোনও তথ্য দেওয়া হচ্ছিল না, ফলে ভুয়ো রটনাও রটছিল অনেক। শেষমেশ গোপাল দলপতির সঙ্গে তাঁর সম্পর্ক এবং নিয়োগ দুর্নীতির বিষয়ে নিজেই মুখ খুললেন উঠতি মডেল হৈমন্তী গঙ্গোপাধ্যায়।


 

প্রথমেই তাঁর অবস্থান সম্পর্কে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে কিছুতেই নিজের বর্তমান ঠিকানা জানাতে রাজি হননি গোপাল দলপতির (প্রাক্তন) স্ত্রী। নিয়োগে দুর্নীতি করা এবং তার টাকা নয়ছয় করার বিষয়ে তাঁর বক্তব্য, ‘কী ভাবে দুর্নীতি হয়, কোনও ধারণাই আমার নেই।’ কুন্তল ঘোষকে তিনি চেনেন না তো বটেই, এমনকি কোনও দিন গোপাল দলপতির কাছে তাঁর নামটাও শোনেননি বলে দাবি করেন হৈমন্তী। উলটে তাঁর অভিযোগ, ‘কেউ একটা আমার নাম বলে দিল। সেটা যাচাইও করা হল না?’

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকা গোপাল দলপতির সাথে সম্পর্কের বিষয়ে তিনি জানান যে, ২০১২ সালে দুজনের বিয়ে হয়েছিল ঠিকই। তবে, এখন বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। কিন্তু, গোপাল পেশাগতভাবে কী কাজ করতেন, সেসম্পর্কে প্রায় কিছুই জানতেন না বলে জানিয়েছেন তিনি । গোপাল দলপতির সঙ্গে তাঁর কোনওরকম আর্থিক লেনদেন ছিল না বলে দাবি করেন হৈমন্তী। ব্যাঙ্কের যৌথ অ্যাকাউন্ট থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, ‘কখনও এমন অ্যাকাউন্ট ছিল না। আমি স্বাধীন। নিজের মতো কাজ করতাম, নিজের মতো চালাতাম।’

 

দুর্নীতিতে নিজের নাম জড়িয়ে যাওয়ার কথা শুনতেই মর্মাহত হন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিজের ‘নার্ভ ফেল’ করে গিয়েছিল বলেও সাংবাদিকদের জানান তিনি। তবে, তিনি কলকাতার বাইরে থাকার দরুন তাঁর মা তাঁর সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছেন হৈমন্তী।

আরও পড়ুন-

মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল নেতার গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল ভেঙে বিপরীতগামী গাড়িকে ধাক্কা
মার্চের শুরুতে কোন শহরে কত বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শুক্রবারের পেট্রোল-দর

লাভ দিল না রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’, ২০২৩-এর শুরুতেই ভারতের উত্তর-পূর্বে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস