সংক্ষিপ্ত
অন্য গাড়িকে ধাক্কা মেরে চুরমার হয়ে যায় তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি। কলকাতার ই এম বাইপাসে ফের পথ দুর্ঘটনা।
রাতের শহরে ফের ভয়ানক দুর্ঘটনা! ই এম বাইপাসে ধাক্কা মেরে চুরমার হয়ে গেল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আরাবুল ইসলামের ছেলে হাকিমুল। চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসা একটি ছোট গাড়িকে মুখোমুখি ধাক্কা মারে আরাবুলের ছেলের গাড়ি। দুটি গাড়িরই সামনেই অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তরফে তড়িঘড়ি দুটি গাড়িকেই দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। যদিও গাড়িতে থাকা যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুল নিজেই। পুলিশ আরাবুল ইসলামের ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রগতি ময়দান থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, অত রাতে গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। আরাবুল ইসলামের ছেলে যে গাড়িটিতে ছিলেন, সেই গাড়িটি দ্রুত গতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ভেঙে, অপর দিকে চলে আসে। সেই সময় উল্টোদিক থেকে সায়েন্স সিটির দিকে একটি ছোট চার-চাকার গাড়ি আসছিল। আরাবুলের গাড়ি সেই গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুটি গাড়িরই সামনের দিক ক্ষতিগ্রস্ত হয়। চিংড়িঘাটার দিক থেকে সায়েন্সসিটির দিকে আসা গাড়ির চালকের দাবি, তাঁর উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি খুবই বেশি ছিল। আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে যেভাবে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সংঘর্ষের অভিঘাত যথেষ্ট বেশি ছিল বলেই অনুমান করা হচ্ছে। রাতের কলকাতায় ফের গাড়ির বেপরোয়া গতি এবং তার জেরে পথ দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আশঙ্কিত হয়ে পড়েছেন দৈনন্দিন যাতায়াতকারীরা।
আরও পড়ুন-
মার্চের শুরুতে কোন শহরে বেড়ে গেল জ্বালানির দাম? দেখে নিন শুক্রবারের পেট্রোল-দর
লাভ দিল না রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’, ২০২৩-এর শুরুতেই ভারতের উত্তর-পূর্বে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস
গোমাংসে অভ্যস্ত এবং হিন্দুত্ব ও হিন্দির বাইরে থাকা ভারতের উত্তর-পূর্বাংশের রাজ্যগুলিতে কীভাবে এগিয়ে চলেছে বিজেপি?