এক বছরে তিন ভাগে কোপ সরকারি ভাতায়, প্রশ্ন রাজ্য সরকারের আর্থিক অবস্থা নিয়ে

Published : Jan 26, 2025, 04:15 PM IST

স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকায় আবারও কোপ। কমল ভাতার টাকা। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য দফতর।

PREV
110
ভাতার টাকায় কোপ

স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকায় আবারও কোপ। কমল ভাতার টাকা। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য দফতর।

210
এবার কত টাকা

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে মাত্র ২০০ টাকা করে দেওয়া হবে রোগীদের।

310
ভাতা কমানোর কারণ

স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠার পরেই স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে একাধিক প্রশ্ন উঠছে।

410
প্রথমে টাকা

স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীরা বাড়ি ফেরার জন্য ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরই এই টাকা পেতেন তাঁরা।

510
হাতে পেতেন ৪০০ টাকা

পরবর্তীকালে সেই টাকা কেটে রাজ্য সরকার রোগীদের হাতে ৪০০ টাকা করে দিত।

610
৪০০ টাকাতেও কোপ

কিন্তু একই সঙ্গে স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল ৪০০ টাকার মধ্যে থেকে ২০০ টাকা প্রশাসিক খরচ হিসেবে কেটে নেওয়া হবে। যার অর্থ রোগীরা হাতে পাবেন মাত্র ২০০ টাকা।

710
টাকা তছরুপের অভিযোগ

সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবহন ভাতা তছরূপের অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ ছিল খাতায় সই করিয়ে নেওয়া হলেও রোগীদের বাড়ি ফেরার টাকা দেওয়া হয়নি।

810
বেসরকারি সংস্থার হাতে প্রকল্প

আগে স্বাস্থ্য প্রকল্পের ভার ছিল এক বেরসরকারি সংস্থার ওপর। তারাই চালাত এই প্রকল্প।

910
বর্তমানে রাজ্যের হাতে

কিন্তু প্রকল্পের কাজে সমস্যা থাকায় বেসরকারি সংস্থা প্রকল্পের কাজ ছেড়ে চলে যায়। তারপর থেকে রাজ্য সরকারই চালাচ্ছে প্রকল্পের কাজ।

1010
স্বাস্থ্যসাথী প্রকল্প

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল। সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকা সুবিধে পেতে পারেন এই কার্ডের মাধ্যমে।

click me!

Recommended Stories