অবসরের সঙ্গে সঙ্গেই এককালীন ৫ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি

রাজ্য সরকার অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক ভাতার কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই অর্থ দফতর সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

 

Saborni Mitra | N/A | Published : Jan 26, 2025 12:17 PM
110
বড় সিদ্ধান্ত রাজ্যের

রাজ্য সরকার অস্থায়ী, চুক্তিভিত্তিক ও দৈনিক ভাতার কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই অর্থ দফতর সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

210
অবসরের পর এককালীন অনুদান

অস্থায়ী, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসরের সময় এককালীন আর্থিক অনুদান পেতে আর অপেক্ষা করতে হবে না।

310
উদ্যোগী অর্থ দফতর

অবসরের পরই সংশ্লিষ্ট কর্মীরা যাতে আর্থিক টাকা দ্রুত হাতে পেয়ে যায় তার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে অর্থ দফতর

410
অনলাইনে ব্যবস্থা

রাজ্য সরকার ঠিক করেছে , রাজ্যের বিভিন্ন দফতরের অস্থায়ী কর্মীরা যাতে অবসরকারীন সুযোগ- সুবিধে সঠিক ভাবে দ্রুত পান তার জন্য অনলাইনে ব্যবস্থা করা হবে।

510
অর্থ দফতরের বিজ্ঞপ্ত

সম্প্রতি অর্থ দফতর একটি বিজ্ঞর্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের অবসরকালীন ভাতা যাতে অনলাইনে দেওয়া যায় তার জন্য পুরো প্রক্রিয়াটি ডিজাইন করার নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

610
অনলাইনে আবেদন

দপ্তর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএস-এর মাধ্যমে অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনে আবেদেন করতে পারবে।

710
ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থা

ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলি ডিরেক্টরের কাছে অনুমোদন নিয়েই আবেদন করতে পারে। ডিরেক্টর নিজেই তার অনুমোদন দিতে পারবেন। তাতে গোটা প্রক্রিয়া দ্রুত হবে।

810
দ্রুত টাকা হাতে

এই প্রক্রিয়ায় কারণে অবসরের পর দ্রুত সংশ্লিষ্ট কর্মীরা তাদের প্রাপ্য টাকা হাতে পাবেন। এমনটাই মনে করছে নবান্ন।

910
৫ লক্ষ টাকা

চুক্তিভিত্তি, অস্থায়ী ও দৈনিক ভাতার কর্মীরা এবার থেকে অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পাচ্ছেন।

1010
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ

আগে তারা ৩ লক্ষ টাকা করে পেতেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগোই তারা বর্তমানে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান পাচ্ছেন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos