বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। যে ভাবে বৃষ্টি হয়েছে সেই কথা ভেবে অনেকেই নিজেদের প্ল্যান বাতিলের কথা ভাবছেন। তাই একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে সোমবারের আবহাওয়া।
অবশেষে ভারী বৃষ্টির দাপট কমেছে রাজ্যে। মাঝে মাঝে রোদের দেখা পাওয়া যাচ্ছে।
210
তবে হাওয়া অফিস সূত্রের খবর, ধীরে ধীরে নিম্নচাপ ছত্তিসগড়ে শক্তি হারাচ্ছে। যার দরুন আজ রাজ্যে বৃষ্টির প্রভাব অনেকটাই কমেছে।
310
যদিও পুরোপুরি বৃষ্টি দুর্যোগ এখনও কাটেনি। যার অন্যতম প্রধান কারণ হল মৌসুমি বায়ু। এই বায়ুর জন্য বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে একাধিক জেলায়। তার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। জানা যাচ্ছে সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকালও অর্থাৎ রবিবার, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি হতে পারে।
610
সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে সমুদ্রে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।
710
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
810
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
910
এছাড়াও বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
1010
সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।