Weather Update: দক্ষিণে বাড়ছে গরম, এদিকে উত্তরে বৃষ্টির সতর্কতা, রইল আজকের আবহাওয়া আপডেট

Published : Aug 13, 2025, 07:05 AM IST

সপ্তাহের দ্বিতীয় দিনে রোদ ঝলমলে আকাশের পর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বুধবার থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগ শুরু হতে পারে।

PREV
16

সপ্তাহের দ্বিতীয় দিন রোদ ঝলমনে আকাশের ঝলক মিলেছে প্রায় সর্বত্র। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ছিল ভ্যাপসা গরম। দক্ষিণে ভারী বৃষ্টি না হলেও দপুরের পর কলকাতা ও শহরতলীতে দেখা গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এখন প্রশ্ন হল কেমন থাকবে আজকের আবহাওয়া।

26

আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। চলতি সপ্তাহের প্রথম দিন রোজ ঝলমলে আবহাওয়া থাকলেও দ্বিতীয় দিনে বেশ গরম বিভিন্ন জায়গায়। তবে, এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

36

হাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আজ বুধবার সাগরে নিম্নচাপ তৈরি হবে। যা ক্রমণ শক্তি বৃদ্ধি করবে। এর ফলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ফের দুর্যোগ শুরু হতে পারে। এমনই খবর হাওয়া অফিস সূত্রে। 

46

আজ বাংলা ও সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকতে পারে। আজ উপকূলবর্তী জেলাতে হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ায়। বাকি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হলেও তা হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

56

এদিক উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমার সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হবে ভারী বৃষ্টি। বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। টানা বৃষ্টিতে তিস্তা, তোর্সা ও জলঢাকায় বাড়ছে জলের স্তর। তা নিয়ে চিন্তা বাড়ছে সাধারণের মধ্যে। 

66

আজ শহরের তাপমাত্রা গতকালের মতোই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। আজ দক্ষিণের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বাড়তে পারে গরম। আজ বৃষ্টির সম্ভাবনা না থাকলেই চলতি সপ্তাহের শেষে হতে পারে বৃষ্টি।

Read more Photos on
click me!

Recommended Stories