- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: চলবে দুর্যোগ! এখনই রেহাই নেই বৃষ্টি থেকে, ৬ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, জেনে নিন বিস্তারিত
Weather Update: চলবে দুর্যোগ! এখনই রেহাই নেই বৃষ্টি থেকে, ৬ জেলায় হতে পারে ভারী বৃষ্টি, জেনে নিন বিস্তারিত
টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তি ফিরলেও সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গেও সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টি।

টানা কয়েক সপ্তাহ ধরে চলছে বৃষ্টি। এই ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে রাজ্যবাসীর। শেষ ২ দিন যদিও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বৃষ্টি শেষে বেড়েছে গরম।
তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। সপ্তাহান্তে ফের রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকেই ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আর সপ্তাহের মধ্যভাগে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে হবে বৃষ্টি। সপ্তাহান্তে কমতে পারে বৃষ্টি। তবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে।
সূত্রের খবর, ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা আছে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর বাল্মিকনগর এবং জলপাইগুড়ির ওপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল পর্যন্ত যাবে।
সোমবার থেকেই অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হতে পারে এই সকল জেলাতেও। তবে, শুক্রবার থেকে বৃষ্টি কমবে।
আজ সোমবার শহরের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও। বৃষ্টি কম হলেও থাকবে আর্দ্রতা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের মাঝখান থেকে বদল হতে পারে আবহাওয়া।

