শুক্রবার ও শনিবারে বাড়বে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বাইবে। পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ভাসবে কলকাতাও। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমাবার পর্যন্ত চলবে বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।