আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চ মাধ্য়মিক পরীা শুরু হচ্ছে চলতি বছর সেপ্টেম্বরই। মঙ্গলবার তেমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদ। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ২২ সেপ্টেম্বর।
25
পরীক্ষার সময়
সংসদের তরফ থেকে জানান হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষা শেষ হবে ১১টা ১৫ মিনিটে। তবে মিউজিক, ভিজুয়াল আর্টস, ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু ১০টা থেকেষ শেষ হে ১০টা ৪৫ মিনিটে।
35
পরীক্ষার্থীর সংখ্যা
জানা গিয়েছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। ছাত্রের সংখ্য়া ৪৩.৯৭%, ছাত্রীর সংখ্য়া ৫৬.০৩%। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।
পরীক্ষা হলে টোকাটুকি রুখে কড়া ব্য়বস্থা নিচ্ছে সংসদ। পরীক্ষা কক্ষে ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকবে। প্রতিটি সেন্টারের মূলগেট, ভেন্যু, সুপারইভাইজারের কক্ষে থাকবে সিসিটিভি। পরীক্ষা হলে ক্যালকুলেটার, মোবাইল, বিদ্যুতিন গেজেট নিষিদ্ধ।
55
পরীক্ষা বদল
২০২৫ সালেই শেষবারের মতো হয়েছে বার্ষিক উচ্চমাধ্য়মিক পরীক্ষা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে সেমেস্টার। দুই বছরে মোট চারটি পরীক্ষা হবে। ০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই ব্যবস্থায় পরীক্ষা দিচ্ছে এবছর। ২০২৬ সালে যারা উচ্চমাধ্যমিক পাশ করবে ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁদের তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। পার্ট ২-এর পরীক্ষা হবে আগামী মার্চে।