- Home
- West Bengal
- West Bengal News
- বুধবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, ৩ জেলার জন্য রইল ভারী বৃষ্টির পূর্বাভাস
বুধবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, ৩ জেলার জন্য রইল ভারী বৃষ্টির পূর্বাভাস
বুধবার থেকে বদলে যাবে আবহাওয়া। নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সাগরে। ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্বাভাস দিল হাওয়া অফিস।

মঙ্গলবার থেকেই হাওয়া বদল
সোমবার রাত থেকে হঠাৎ করেই বদলে গেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া। রাত বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। তারপরই বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি নামে। রাতভর বৃষ্টি হয়। সোমবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা।
বৃষ্টিভেজা সোমবার
মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা-সহ জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে প্রবল বৃষ্টি বা মুষলধারার বৃষ্টি হয়নি। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকেই বদলে যাবে আবহওয়া। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস
নিম্নচাপের আশঙ্কা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে ফের ঘনীভূত হতে পারে নিম্নচাপ। তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে বলে পূর্বাভাস মৌসম ভবনের। উত্তর ওড়িশা উপকূল থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। সেটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে।
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আজ অর্থাৎ রাতের দিকে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। যার জেরে বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বৃষ্টিতে ভিজবে...
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামিকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামের বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

