১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, আজ পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ সফর মমতার

Published : Oct 06, 2025, 09:41 AM IST

Hill Disaster: শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। আজ উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

PREV
17
বিপর্যস্ত পাহাড়

শনিবার রাতের মাত্রা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শুধু পাহাড় নয়, বানভাসি পরিস্থিতি হয়েছে তরাই ও ডুয়ার্সেও। স্থানীয় বাসিন্দাদের কথায় এমন বিপর্যয় আগে তাঁরা দেখেননি। এত প্রবল বৃষ্টি সাম্প্রতিককালে দেখা যায়নি বলেও জানিয়েছেন। তারা আরও বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নেমেছে। যার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে।

27
মৃত্যু মিছিল

শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। কোথাও আবার জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তা-তোর্সার মত পাহাড়ি নদীগুলি। উদ্ধারকাজ শুরু হলেও আবহাওয়া খারাপ থাকায় তা বারবার ব্যাহত হচ্ছে।

37
রেকর্ড বৃষ্টি

হাওয়া অফিসের বার্তা অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার প্রায় ১২ ঘণ্টা ধরে পাহাড়ে টানা বৃষ্টি হয়েছে। ১২ ঘণ্টায় ২৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার কারণেই এই বিপর্যয়। রবিবার সন্ধ্যেতেও বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার বৃষ্টি হবে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়িতে। বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিংএ।

47
সঙ্গে ঝোড়ো হাওয়া

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই পাহাড়ে বৃষ্টি কমতে পারে। তবে আগামিকাল দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

57
আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা

আজ, সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ বিপর্যস্ত জেলাগুলির ক্ষয়ক্ষতি নিজের চোখে দেখতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর। তিনি প্রথমেই উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। তারপরই তাঁর পরবর্তী সূচি স্থির করা হবে বলে নবান্ন সূত্রের খবর।

67
সমস্যায় পর্যটকরা

দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত এই রাজ্যে টানা ছুটি থাকা। এই লম্বা ছুটিতে অনেকেই দার্জিলিং বা জলপাইগুড়়িতে বেড়াতে যান। তাই এই সময়টা ভিড়ে ঠাসা থাকে পাহাড়। হঠাৎ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পাহাড় আর ডুয়ার্সে আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তা বন্ধ থাকায় উদ্ধারে সমস্যা হচ্ছে। যদিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।

77
রাস্তা বন্ধ

আপাতত বন্ধ শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। ২৯ মাইল, রবিঝোরার মতো একাধিক এলাকায় তিস্তার জল ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে। ডুয়ার্স হয়ে সিকিমগামী বিকল্প রাস্তা ৭১৭-এ বন্ধ। কার্শিয়াঙের দিলারাম এবং হুইসেলখোলা এলাকায় ধসে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়কও বন্ধ হয়ে পড়েছে। দার্জিলিংগামী রোহিনীর রাস্তাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে দুধিয়া সেতু ভেঙে শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাহাড়ে ফুলবাড়ি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বিজনবাড়ি, থানালাইনের মতো এলাকাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories