নেতাজিকে অপমান করার অভিযোগ, ২৬ জানুয়ারি ভবানীপুর থানায় রাহুলের বিরুদ্ধে FIR হিন্দুমহাসভার

Published : Jan 26, 2025, 01:31 PM ISTUpdated : Jan 26, 2025, 02:07 PM IST
Hindu Mahasabha files FIR against Rahul Gandhi for insulting Netaji bsm

সংক্ষিপ্ত

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভবানীপুর থানায়। অভিযোগ করেছে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। 

প্রজাতন্ত্র দিবসে বা ২৬ জানুয়ারি (January 26) সারা দেশ যখন উৎসাহের সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করছে ঠিক তখনই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা (Hindu Mahasabha) রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ভবানীপুর থানায় নেতাজীকে (Netaji) অপমান করার জন্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। সম্প্রতি ২৩ জানুয়ারী ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতাজির মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তাইহোকু বিমান বন্দরের সাজানো বিমান দুর্ঘটনার দিনটিকে নেতাজীর মৃত্যু দিন হিসেবে উল্লেখ করেছেন । যদিও এখনও পর্যন্ত নেতাজির মৃত্যু নিয়ে নিশ্চিত কোনও তথ্য ভারতের হাতে নেই। প্রশ্ন রয়েছে বিমান দুর্ঘটনা নিয়েও।

শুধু তাই নয় নেতাজী যে দুইবার নির্বাচিত হয়ে কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন সেটা পর্যন্ত উল্লেখ করেননি রাহুল । অভিযোগ তুলেছে হিন্দু মহাসভা। নেতাজীকে এই ভাবে অপমান করার জন্যই ভবানীপুর থানায় অখিলভারত হিন্দুমহাসভার প্রতিনিধি মন্ডল ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR করেন এবং তারপর নেতাজীর বাড়ির সামনে গিয়ে রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন ।

হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, রাহুল গান্ধীর নেতাজীকে অপমান করার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে । রাহুলের শরীরে সেই DNA রয়েছে এবং ধমনীতে সেই রক্তই বইছে যে নরপিশাচদের চক্রান্তে নেতাজীকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে । তাই রাহুল এবং তার পূর্বপুরুষেরা চিরকাল নেতাজী এবং নেতাজীর আদর্শকে ভারত থেকে মুছেদিতে চেয়েছে । কিন্তু নেতাজীর অবস্থান সমস্ত ভারতবাসীর হৃদয়ের সিংহাসনে আর তাঁর বিরুদ্ধে চক্রান্তকারীরা ঘৃণার আস্তাকুঁড়েতে স্থান পেয়েছে । তিনি আরও বলেন নেতাজীর দেখানো পথেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে । এখানে জাতির জনক হিসেবে অন্য কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে কিন্তু সত্যি বলতে যে মহাপুরুষ ভারতের আত্মাকে প্রতিনিধিত্ব করে ভারত মায়ের সেই বীর সন্তানের নাম নেতাজী সুভাষচন্দ্র বসু । তাঁর কথায় ' আমরা হিন্দুমহাসভার সৈনিকেরা বরাবর টাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজীর মুখ আনার পক্ষে সওয়াল করেছি । শুধু তাই নয় পশ্চিমবঙ্গের ব্যারাকপুর সংলগ্ন নীলগঞ্জ অঞ্চলে নেতাজীর অজাদহিন্দ বাহিনীর কয়েক হাজার সৈনিককে গুলি করে হত্যা করেছে ইংরেজরা । অথচ নীলগঞ্জের নাম না জানা হারিয়ে যাওয়া পাখীদের ইতিহাসকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গোপন করা হয়েছে । আমরাই প্রথম দাবী করেছি নীলগঞ্জকে হেরিটেজ সাইট ঘোষণা করে নীলগঞ্জের আজাদহিন্দ বাহিনীর উপর এই নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাসকে পশ্চিমবঙ্গ এবং ভারতের পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে ।'

আগামী দিনে শুধু রাহুল কেন যে কোন মানুষ নেতাজীকে অপমান করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দুমহাসভা । রাহুলের কৃতকর্মের জন্য ভারতবাসী রাহুলকে এবং রাহুলের নিম্নরুচির রাজনৈতিক চক্রান্তকে উপযুক্ত শিক্ষা দেবে । আজ হিন্দু মহাসভার রাজনৈতিক কর্মসূচিতে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও, অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, মনিমালা রায় , মঞ্জু সিং সহ আরও অনেক বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি