টাকা শোধ করতে না পারলে কি করতে হবে বলেছিল ব্যাঙ্কের লোক, গ্রাহক সেই কাজ করতেই বিপদ পরিবারে

Published : Mar 02, 2025, 07:56 PM IST
Loan

সংক্ষিপ্ত

বিউটি বিবি একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। তাঁর স্বামী কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। অভিযোগ, ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ককর্মীরা প্রায়ই বাড়িতে এসে বিউটিকে অপমান করতেন।

মুর্শিদাবাদের সালার থানার পূর্ব শেখপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ, ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ক আধিকারিকের প্ররোচনায় বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ২২ বছর বয়সী গৃহবধূ বিউটি বিবি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কীটনাশক খেয়ে ওই গৃহবধূ আত্মঘাতী হন । পরিবারের অভিযোগ,দীর্ঘদিন ধরে ওই বেসরকারী ব্যাঙ্কের লোকেরা এসে কিস্তির টাকা শোধ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। কিন্তু ওই গৃহবধূ কোনভাবেই সেই টাকা যোগাড় করতে পারছিলেন না । আর সেই কারণে বাড়িতে এসে এই নিয়ে বারবার অপমান করে যাচ্ছিল লোনের লোকেরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিউটি বিবি একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিলেন। তাঁর স্বামী কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। অভিযোগ, ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারায় ব্যাঙ্ককর্মীরা প্রায়ই বাড়িতে এসে বিউটিকে অপমান করতেন। শুক্রবার এক ব্যাঙ্ক আধিকারিক বাড়িতে এসে টাকা শোধ করতে না পারলে বিষ খেয়ে নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ব্যাঙ্ক আধিকারিকের কথা শুনে অপমানে বিউটি বাড়ির ভেতরে গিয়ে কীটনাশক পান করে নেন। কীটনাশক খাওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে প্রথমে সালার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কাটোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার গভীর রাতে বিউটির মৃত্যু হয়।

বিউটির পরিবারের অভিযোগ, ব্যাঙ্ক আধিকারিকের অপমানজনক কথাবার্তার কারণেই বিউটি আত্মঘাতী হয়েছেন। তাঁরা ব্যাঙ্ক আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। সালার থানার পুলিশ জানিয়েছে, তারা মৌখিকভাবে ঘটনার কথা জানতে পেরেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে। এই ঘটনায় শোকের ছায়া গোটা গ্রামে। এই ঘটনাটি বেসরকারি ব্যাঙ্কগুলির ঋণ আদায় পদ্ধতির নিষ্ঠুরতা এবং গ্রাহকদের প্রতি তাদের অসংবেদনশীল আচরণের একটি বেদনাদায়ক উদাহরণ হয়ে রইল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি