"ওঁর চুলের মুঠি ধরে টেনেছি" দীপিকার সঙ্গে কেমন সম্পর্ক শাশ্বত চট্টোপাধ্যায়ের? খোলাখুলি জানালেন অভিনেতা

"ওঁর চুলের মুঠি ধরে টেনেছি" দীপিকার সঙ্গে কেমন সম্পর্ক শাশ্বত চট্টোপাধ্যায়ের? খোলাখুলি জানালেন অভিনেতা

বলিউডের একের পর এক সুপার হিট ছবিতে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। শুধু টলিউডেই নয় বলিউডেও সবার মন জয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে।

কল্কি ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজ করেছেন দীপিকা পাড়ুকন। এই ছবিতে রয়েছে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য এবার এমনই একটা দৃশ্য নিয়ে কথা বললেন শাশ্বত চট্টোপাধ্যায়।

Latest Videos

ছবির শেষ দৃশ্যে দীপিকার সঙ্গে লড়াইয়ের দৃশ্য আছে তাঁর। এই দৃশ্যে দীপিকার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যান শাশ্বত। এই দৃশ্য শুটিং এর সময় গর্ভাবস্থায় ছিলেন দীপিকা। তাই বেশ সাবধানী হয়েই অভিনয় করছিলেন।

এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে শাশ্বত জানান, " এই দৃশ্যের শুট চলাকালীন শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন রণবীর সিং। লড়াইয়ের দৃশ্যে যাতে দীপিকার খেয়াল রাখতে পারেন তিনি। তাই ফ্লোরে উপস্থিত ছিলেন অভিনেতা। প্রয়োজনে বডি ডবল ব্যবহারের কথাও বলা হয়েছিল।"

শাশ্বত আরও জানান, " একটি দৃশ্যতে আমি ওঁর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাই। ছবির একেবারে শেষ পর্যায়ের শুটিং ছিল। মুম্বইয়ে শুটিংটা হয়েছিল কারণ সেই সময়ে দীপিকা গর্ভবতী ছিলেন। অনেক শারীরিক পরিশ্রম ছিল ওই দৃশ্যে। রণবীরকে আমি বলি, 'চিন্তা করো না। কঠিন দৃশ্যে বডি ডাবল ব্যবহার করা হবে।’ রণবীরও খুব বিনয়ী। ও শুনে হেসে বললে, ‘আচ্ছা দাদা’।"

দীপিকার সঙ্গে অভিনয় করে অত্যন্ত খুশি অভিনেতা। এ বিষয়েও মুখ খোলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি জানান, " দীপিকার মুখে সব সময় হাসি থাকত। তাই ওঁর সঙ্গে কাজ করা খুব মজার।"

ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে এই ছবি। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’।

 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts