"ওঁর চুলের মুঠি ধরে টেনেছি" দীপিকার সঙ্গে কেমন সম্পর্ক শাশ্বত চট্টোপাধ্যায়ের? খোলাখুলি জানালেন অভিনেতা

Published : Jul 05, 2024, 10:10 PM ISTUpdated : Jul 05, 2024, 10:11 PM IST
Swaswata

সংক্ষিপ্ত

"ওঁর চুলের মুঠি ধরে টেনেছি" দীপিকার সঙ্গে কেমন সম্পর্ক শাশ্বত চট্টোপাধ্যায়ের? খোলাখুলি জানালেন অভিনেতা

বলিউডের একের পর এক সুপার হিট ছবিতে দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে। শুধু টলিউডেই নয় বলিউডেও সবার মন জয় করেছেন এই জনপ্রিয় অভিনেতা। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে।

কল্কি ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজ করেছেন দীপিকা পাড়ুকন। এই ছবিতে রয়েছে বেশ কিছু লড়াইয়ের দৃশ্য এবার এমনই একটা দৃশ্য নিয়ে কথা বললেন শাশ্বত চট্টোপাধ্যায়।

ছবির শেষ দৃশ্যে দীপিকার সঙ্গে লড়াইয়ের দৃশ্য আছে তাঁর। এই দৃশ্যে দীপিকার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যান শাশ্বত। এই দৃশ্য শুটিং এর সময় গর্ভাবস্থায় ছিলেন দীপিকা। তাই বেশ সাবধানী হয়েই অভিনয় করছিলেন।

এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে শাশ্বত জানান, " এই দৃশ্যের শুট চলাকালীন শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন রণবীর সিং। লড়াইয়ের দৃশ্যে যাতে দীপিকার খেয়াল রাখতে পারেন তিনি। তাই ফ্লোরে উপস্থিত ছিলেন অভিনেতা। প্রয়োজনে বডি ডবল ব্যবহারের কথাও বলা হয়েছিল।"

শাশ্বত আরও জানান, " একটি দৃশ্যতে আমি ওঁর চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাই। ছবির একেবারে শেষ পর্যায়ের শুটিং ছিল। মুম্বইয়ে শুটিংটা হয়েছিল কারণ সেই সময়ে দীপিকা গর্ভবতী ছিলেন। অনেক শারীরিক পরিশ্রম ছিল ওই দৃশ্যে। রণবীরকে আমি বলি, 'চিন্তা করো না। কঠিন দৃশ্যে বডি ডাবল ব্যবহার করা হবে।’ রণবীরও খুব বিনয়ী। ও শুনে হেসে বললে, ‘আচ্ছা দাদা’।"

দীপিকার সঙ্গে অভিনয় করে অত্যন্ত খুশি অভিনেতা। এ বিষয়েও মুখ খোলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি জানান, " দীপিকার মুখে সব সময় হাসি থাকত। তাই ওঁর সঙ্গে কাজ করা খুব মজার।"

ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে এই ছবি। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’।

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন