Anubrata Mandol: সায়গলের মাধ্যমে বীরভূম জেলা পরিষদ থেকে টাকা তোলা হত, ফের চাঞ্চল্যকর অভিযোগ ইডির চার্জশিটে

Published : May 06, 2023, 09:32 PM IST
Shocking story of  Anubrata and Sukanya Mandal

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই ইডির চার্জশিটে নাম উঠেছে কেষ্ট-কন্যারও। শনিবার ইডির চার্জশিটে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের নামে। 

ক্রমশ জটিল হচ্ছে গরু পাচার মামলা। ইডির চার্জশিটে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। এই মুহূর্তে তিহাড় জেলে বন্দি বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যা মণ্ডল। ইতিমধ্যেই ইডির চার্জশিটে নাম উঠেছে কেষ্ট-কন্যারও। শনিবার ইডির চার্জশিটে ফের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের নামে।

শুধু গরু পাচার নয়, বীরভূম জেলা পরিষদ থেকে টাকা তোলারও অভিযোগ উঠল অনুব্রতর বিরুদ্ধে। শুধু অনুব্রত নয় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের বিশ্বস্ত দেহরক্ষী সায়গল হোসেনেরও। চার্জশিটে অভিযোগ, সায়গলের মাধম্যে জেলার পরিষদ থেকে টাকা তোলা হত। ইডি সূত্রে জানা যাচ্ছে চালকলের মালিককে জিজ্ঞাসাবাদ করে একথা জানা গিয়েছে বলে দাবি ইডির। অন্যদিকে বাবা-মেয়ের এই বক্তব্যের পার্থক্যই উঠে এল ইডির চার্জশিটে।

চার্জশিটে ইডির দাবি অনুব্রত জানিয়েছেন, স্ত্রী অধুনাপ্রয়াত ছবি মণ্ডল তাঁর কোনও ব্যবসায় যুক্ত ছিলেন না। তিনি এবং কন্যা সুকন্যা মিলের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির নির্দেশনায় সমস্ত ব্যবসা চলত। অন্যদিকে সুকন্যা নিজের বয়ানে বলেছেন,তিনি ব্যবসার বিষয়ে কিছুই জানতেন না। তাঁর বাবা তাঁকে যেখানে সই করতে বলতেন। তিনি সই করতেন। বাবা-মেয়ের বয়ানের পার্থক্য নিয়েই এবার আরও গাঢ় হচ্ছে ইডির সন্দেহ।

প্রসঙ্গত, বৃহস্পতিবারই মেয়ের সঙ্গে দেখা করা নিয়ে মুখ খুললেন কেষ্ট। ৪ মে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় অনুব্রতকে। হুইল চেয়ারে করে আদালতে প্রবেশ করেন বীরভূমের দাপুটে নেতা। এদিন মেয়ের সঙ্গে কবে দেখা করবেন সেই নিয়ে অনুব্রতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। প্রশ্নের উত্তরে কেষ্ট জানান আগামী শনিবারই দেখা হতে পারে মেয়ে সুকন্যার সঙ্গে।

গরু পাচার মামলায় তিহাড় জেলেই রয়েছেন বাবা অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডল। একই জায়গায় থেকেও কি মেয়ের সঙ্গে দেখা হয়নি অনুব্রতর? বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,'মেয়ের সঙ্গে দেখা হয়নি। শনিবার দেখা হবে।' তবে কতক্ষণের জন্য সেই সাক্ষাৎ সেবিষয় কিছুই জানাননি তিনি।

আরও পড়ুন -

মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চালু হল হেল্পলাইন নম্বরও

মিলছে না বাবা-মেয়ের বয়ান, ইডির চার্জ শিটে নতুন ধোঁয়াশা অনুব্রত ও সুকন্যাকে নিয়ে

অমর্ত্য সেনের অমর্যদার প্রতিবাদ, শান্তিনিকেতনে রক্তকরবী মঞ্চস্থ শিল্পিদের

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু