সংক্ষিপ্ত

বিজেপি শাসিত রাজ্যের দিকে সাহায্যের বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরে আটকে পড়া মানুষদের উদ্ধারেও সচেষ্ট হলেন তিনি। এই মর্মে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বরও।

গত কয়েকদিন ধরেই অশান্ত মণিপুর। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যের পরিস্থিতি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। গত তিন দিনে মণিপুরে নিহত ৫৪ জন। গৃহহীন হাজার হাজার মানুষ। মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মণিপুরে দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারেও মণিপুর সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিজেপি শাসিত রাজ্যের দিকে সাহায্যের বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরে আটকে পড়া মানুষদের উদ্ধারেও সচেষ্ট হলেন তিনি। এই মর্মে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বরও। যে কোনও রকম সাহায্যের জন্য ফোন করতে পারেন, ০৩৩-২২১৪৩৫২৬ অথবা ০৩৩-২২৫৩৫১৮৫ নম্বরে। এই মর্মে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন,'মণিপুরের যে ধরণের খবর বা এসওএস বার্তা আমরা পাচ্ছি তাতে আমরা গভীরভাবে ব্যথিত। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকেরাও এখন সেখানে আটকে পড়েছেন।'

 

 

মিতাই সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) বিভাগে অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে ছাত্রদের সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর (এটিএসইউএম) এই মিছিলের ডাক দিয়েছিল। 'আদিবাসী একতা মার্চ' নামে একটি বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে।

একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন যে হাজার হাজার আন্দোলনকারী সমাবেশে অংশ নিয়েছিল যার সময় তোরবাং এলাকায় উপজাতি ও অ-উপজাতিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে ওই কর্মকর্তা জানান। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মণিপুর সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মণিপুরের সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আসামে আশ্রয় নিয়েছে। আমি কাছাড় জেলা প্রশাসনকে অনুরোধ করেছি এই পরিবারগুলোর দেখভাল করার জন্য। আমি মুখ্যমন্ত্রী এন. আমি বীরেন সিংয়ের সাথেও অবিরাম যোগাযোগ করছি এবং আসাম সরকার এই সংকটের সময়ে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন-

মণিপুরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, ইন্টারনেট পরিষেবার পর বন্ধ সব ট্রেন চলাচল

কর্ণাটকে ভোটগ্রহণের আগেই মল্লিকার্জুন খাড়গেকে হত্যার চক্রান্ত, ভাইরাল অডিও পেশ করে অভিযোগ কংগ্রেসের, মানতে নারাজ বিজেপি

ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও প্রাণঘাতী করতে ৬টি প্রকল্প, যা অনেকবেশি প্রযুক্তি নির্ভর