ভোটের মুখে ফের উস্কে গেল রাজীব গান্ধী হত্যাকাণ্ডের বিতর্ক!
চলছে লোকসভা ভোট। তার মধ্যে ফের উস্কে গেল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যা বিতর্ক। প্রাক্তন প্রধান মন্ত্রীর প্রাণ সংশয়ের সম্ভবনা রয়েছে তা নাকি আগেই খোঁজ পেয়েছিল ভারত। রাজীব গান্ধীকে খুন করা হতে পারে ভারতকে একটি রিপোর্ট দেন ইজরায়েলের এক গোয়েন্দা। কিন্তু ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যুর পর সেই নোটটি আর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এই নোট হারিয়ে যাওয়ার বিষয়টিকে রাজনীতির একটি 'উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবেও উল্লেখ করেছেন এই বিশেষজ্ঞ।
জানা গিয়েছে গোয়েন্দার কথা অগ্রাহ্য করে রাজীবের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেননি তৎকালীন চন্দ্রশেখর সরকার।
এ প্রসঙ্গে একটি আলোচনায় বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ নমিত ভার্মা বলেন, " সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে গোয়েন্দা তথ্যের একটি নির্দিষ্ট অংশ সরিয়ে ফেলা হয়েছিল বা হারিয়ে গিয়েছিল।"
তিনি আরও জানান, "ভারতে আমরা অন্যান্য ফাইলে পাওয়া নথি ও চিঠিপত্রের উপর ভিত্তি করে উপাদানটি পুনর্গঠন করেছি। আমরা সেই রিপোর্টের একটা প্রতিলিপি চেয়েছিলাম, কিন্তু ইজরায়েলসেটি কখনই দেয়নি। দেশগুলির মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে রাজনীতি কীভাবে চলে তা এর থেকে উজ্জ্বল দৃষ্টান্ত আর কিছু হতে পারে না।"
তবে এখানেই থেমে থাকেননি এই নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি আরও জানিয়েছেন, " ওই বিশেষ রিপোর্টটিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে অর্থ প্রদান করা হয়েছে। একজন গডম্যান অর্থ প্রদান করেছেন। এর চেয়ে স্পষ্ট আর কী হতে পারে? এই সমস্ত তথ্যই ওই রিপোর্টে ছিল এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সেই সম্পর্কে সচেতন। তারা নিরাপত্তা প্রদানের জন্য আর্জিও জানিয়েছিল, যা সেদিনে সরকার অগ্রাহ্য করে"।