
North Bengal Crime News: ভারতীয় নথি জাল করে দেশে ঢুকে গ্রেফতার ইন্দোনেশীয় মহিলা। দার্জিলিং জেলার পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করে এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও কথাবার্তায় অসঙ্গতি মেলায় পরে তাকে গ্রেফতার করে এসএসবি।
প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একাধিক জাল নথি ধরা পড়ে, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে—মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন। প্রায় এক দশক ধরে মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসা পরীক্ষার পর খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।
অন্যদিকে, ভুটান সীমান্তে টহল দিতে গিয়ে নদীর জলে ভেসে মৃত্যু হলো এস এস বি অফিসার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরা কাটা থানা এলাকার জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকার পিলার নম্বর ২০ তে, টহল দেবার সময় জলঢাকা নদী পার করতে গিয়ে ৪৬ নম্বর ব্যাটালিয়নের এস এস বি আধিকারিক ( এ এস আই) সমরেশ দাস খরস্রোতা পাহাড়ী নদীতে ভেসে যায়। টহলদারি ওই দলের অন্যান্য সদস্যরা কিছু বোঝার আগেই ভেসে যেতে থাকে এস এস বি অফিসার সমরেশ দাস। খবর পেয়েই দ্রুত এন ডি আর এফ এবং এস এস বি দল নদীর নিচের অংশে তল্লাশি চালিয়ে ভেসে যাওয়া এস এস বি আধিকারিককে আশঙ্খা জনক অবস্থায় উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খন্ড বাহালে জানিয়েছেন নাগরাকাটা থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।