আত্মহত্যা নয় , দিলীপ ঘোষের সৎছেলে সৃঞ্জয় দাশগুপ্তর ময়না তদন্তের রিপোর্ট পেলেন তদন্তকারীরা

Published : May 13, 2025, 10:41 PM IST

autopsy report of Dilip Ghosh stepson Srinjoy: দিলীপ ঘোষের সৎছেলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর প্রায় ৮ ঘণ্টা পর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেন তদন্তকারীরা। 

PREV
110
দিলীপ ঘোষের সৎছেলের মৃত্যু

দিলীপ ঘোষের সৎছেলের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর প্রায় ৮ ঘণ্টা পর ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেন তদন্তকারীরা।

210
আত্মহত্যা নয়

সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে কোথাও 'ফাউল প্লে' বা আত্মহত্যার কথা বলা নেই।

310
তাহলে মৃত্যুর কারণ ?

মৃত্যুর কারণ নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশায় রয়েছে তদন্তকারীরা। তবে রিপোর্টে সৃঞ্জয় দাশগুপ্তের কতগুলি শারীরিক সমস্যার কথা উল্লেখ রয়েছে।

410
রিপোর্টে উল্লেখ

আইটি কর্মী সৃঞ্জয় দাশগুপ্তের হৃদ্‌যন্ত্র, লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা দেয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

510
মৃত্যুর কারণ

Acute Hemorrhagic Pancreatitis থেকেই দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের মৃত্যু হয়েছে। তেমনই বলছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট।

610
মৃত্যুর সময়

ময়না তদন্ত শুরু হয়েছে বিকেল ৪টে ৪৫ মিনিটে। তার ৬-৭ ঘণ্টা অর্থাৎ সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে মৃত্যু হয়েছে সৃঞ্জয় দাশগুপ্তর।

710
প্যানক্রিয়াসের সমস্যা

রিপোর্টে বলা হয়েছে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হয়েছে। অর্থাৎ ফুলে গিয়েছিল। তবে Acute Hemorrhagic Pancreatitis থেকেই দিলীপ ঘোষের স্ত্রীর আগের পক্ষের ছেলের মৃত্যু হয়েছে।

810
অন্য সমস্যা

রিপোর্টে বলা হয়েছে হার্টের যে সাইজ সেটা স্বাভাবিকের চেয়ে বেশি। কিডনি ও লিভারের সাইজও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

910
মায়ের কথায়

সৃঞ্জয়ের মা জানিয়েছেন, তাঁর বিয়ের পর থেকেই মনমরা থাকত ছেলে। তবে বিয়ে মেনে নিয়েছিলেন। মাদার্সডেতে উপহারও দিয়েছিল।

1010
একসঙ্গে থাকার পরিকল্পনা

রিঙ্কু আরও জানিয়েছেন, তিনি কয়েক দিন ধরেই ছেলে আর স্বামী- সকলের সঙ্গে একসঙ্গে থাকার পরিকল্পনা করেছিলেন। সেই কথা দিলীপ ঘোষকেও বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

Read more Photos on
click me!

Recommended Stories