International Day of Yoga: পড়ুয়াদের সঙ্গে সামিল শিক্ষকরাও, হাওড়ার স্কুলে পালিত যোগ দিবস

শুক্রবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে যোগ দিবস।

Soumya Gangully | Published : Jun 21, 2024 7:45 AM IST
16
হাওড়ার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বাকসাড়া হাইস্কুলে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

শুক্রবার সারা বিশ্বে মহাসমারোহে পালন করা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই বিশেষ দিনটি পালন করা হল হাওড়ার বাকসাড়া হাইস্কুলেও।

26
বাকসাড়া হাইস্কুলের পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও যোগাসন করলেন

শুক্রবার বাকসাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ্ত বিশ্বাস, শিক্ষিকা সায়ন্তনী মজুমদার-সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের যোগাসন করতে দেখা যায়।

36
আন্তর্জাতিক যোগ দিবসে বাকসাড়া হাইস্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা নানা কঠিন যোগাসন করলেন

হাওড়ার বাকসাড়ায় দীর্ঘদিন ধরে যোগাসনের চল রয়েছে। এই কারণে বাকসাড়া হাইস্কুলের পড়ুয়ারাও ছোটবেলা থেকেই যোগাসনে অভ্যস্ত।

46
আন্তর্জাতিক যোগ দিবসেই শুধু নয়, বাকসাড়া হাইস্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শরীরচর্চার উপর জোর দেওয়া হয়

বাকসাড়া হাইস্কুলের পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি খেলাতেও কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন। আরও নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই স্কুলের পড়ুয়ারা।

56
বাকসাড়া হাইস্কুলের অন্যতম কৃতী ছাত্র মাউন্ট এভারেস্ট জয় করা মলয় মুখোপাধ্যায়

বাকসাড়া হাইস্কুলের কৃতী পড়ুয়াদের তালিকা বেশ লম্বা। এই তালিকায় অন্যতম নাম পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়।

66
আবৃত্তি, নাটক, মূকাভিনয়, সঙ্গীতেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন বাকসাড়া হাইস্কুলের পড়ুয়ারা

বাকসাড়া হাইস্কুলের পড়ুয়ারা গত কয়েক দশক ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন। এই ধারা এগিয়ে নিয়ে যাওয়াই শিক্ষক-শিক্ষিকাদের লক্ষ্য।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos