পুজোর আগেই দেশবাসীকে সুখবর দিতে চলেছে কেন্দ্র। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা পেতে পারেন।
পুজোর আর মাত্র ২৩ দিন বাকি। চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজো পুজো রব। এই সময় জমিয়ে চলছে শপিং। আবার কোনও চলছে পুজোর প্রস্তুতি। তেমনই পুজোর আগে দেশবাসীকে সদ্য সুখবর দিয়েছে কেন্দ্র। GST নিয়ে নিয়েছে নয়া সিদ্ধান্ত।
25
এই সবের মাঝে ফের নয়া খবর এল লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। রাজ্যের মহিলার পেয়ে থাকেন এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য এই ভাতা চালু করেছে মমতা সরকার। যার দ্বারা উপকৃত হচ্ছেন লক্ষাধিক মহিলা।
35
এবার প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে একেবারে দ্বিগুণ হচ্ছে ভাতা। যদিও ভাতা বৃদ্ধির খবর দীর্ঘদিন শোনা যাচ্ছে। এরই মাঝে প্রকাশ্যে এল নয়া তথ্য। এক ধাক্কায় দ্বিগুণ হতে চলছে লক্ষ্মীর ভাণ্ডার। তাও পুজোর আগে বাড়বে ভাতা। এমনই খবর সর্বত্র।
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা, তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। শোনা যাচ্ছে, এবার থেকে সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা, তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। তাও আবার পুজোর আগেই মিলবে বাড়তি ভাতা।
55
তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণাই হয়নি। কিন্তু সর্বত্র কানাঘুষো যে পুজোর আগেই বাড়বে ভাতা। এই বাড়তি টাকা সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যেও পেতে পারেন। আবার পুজোর আগেও পেতে পারেন। এখন দেখার বাস্তবে সত্যিই বাড়ে কি না টাকা।