শারদোৎসবের আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে অনিশ্চয়তা, মোদীর ডেপুটির হাত ধরেই হবে শহরে পুজোর উদ্বোধন

Published : Sep 04, 2025, 07:24 AM IST

Modi On Kolkata: পুজোর আগে নমোর বঙ্গ সফরে ফের অনিশ্চয়তা। মহালয়ার আগে বাংলায় নাও আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বদলে কে আসবেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মোদীর বঙ্গ সফরে অনিশ্চয়তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে ফের অনিশ্চয়তা। সূত্রের খবর, দুর্গা পুজো শুরুর আগে বাংলায় ফের জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে মহালয়ার আগে তিনি যে বঙ্গে আসছেন না সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা না গেলেও মোদীর বঙ্গ সফর যে অনিশ্চিত সেই ইঙ্গিত মিলেছে অনেক আগেই। 

25
এর আগে কবে এসেছিলেন প্রধানমন্ত্রী?

দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রীর বঙ্গ সফর বাতিল হলেও এর আগে গত অগাস্ট মাসের ২২ তারিখ কলকাতায় এসেছিলেন তিনি। নমোর হাত ধরেই উদ্বোধন হয়েছে কলকাতার নতুন তিনটি রুটের মেট্রো পরিষেবার। তবে এবার আর দুর্গা পুজোর সময় বঙ্গ সফরে আসা হচ্ছে না প্রধানমন্ত্রীর। 

35
প্রধানমন্ত্রীর বদলে বঙ্গ সফরে কে আসবেন?

সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর আপাতত স্থগিত হলেও তার বদলে পুজোর আগে বাংলায় আসছেন নমোর ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, মহালয়ায় শহরে পারেন শাহ। তা হাত ধরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে শহরের বড় বড় দুটি দুর্গাপুজোর।  

45
ভোটের আগে পাখির চোখ বঙ্গ

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই পাখির চোখ করে বার বার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। যা নিয়ে ভোটের আগে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে গেরুয়া শিবির কটাক্ষ করেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। তারপরও অবশ্য থেমে থাকেনি মোদীর বঙ্গ সফর। এর আগেও তিনবার বাংলায় জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তবে পুজোর আগে এবারের সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।  

55
বাংলায় আসন কমছে বিজেপির

বিগত ভোটে বাংলায় সেভাবে সুবিধা করতে পারেনি বিজেপি। গত বিধানসভা নির্বাচনে মাত্র ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। তারপর একাধিক বিধায়ক দল বদল করায় শক্তি অনেকটাই কমেছে পদ্মফুলের। আর এই পরিস্থিতিতে ২০২৬ সালের বাংলার বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক স্তরে জোর দদিতে ঘনঘন বঙ্গ সফর শুরু করেছেন কেন্দ্রীয় শাসকরা। 

Read more Photos on
click me!

Recommended Stories