- Home
- West Bengal
- West Bengal News
- সোমবারই DA মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট? মহার্ঘ ভাতা মামলার শুনানির নম্বর ৯৭
সোমবারই DA মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট? মহার্ঘ ভাতা মামলার শুনানির নম্বর ৯৭
সোমবার ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে একাধিকবার পিছিয়েছে এই মামলার শুনাানি।

সোমবার DA মামলার শুনানি
সোমবার ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা। সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। এর আগে একাধিকবার পিছিয়েছে এই মামলার শুনাানি। এবার সোমবার সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি হবে বলেই মনে করছেন সরকারি কর্মীদের একাংশ।
ডিএ মামলার শুনানির বেঞ্চ
সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। তেমনই বলছে সুপ্রিম কোর্টের সোমবার ডিএ মামলার শুনানির সম্ভাবনা প্রবল। কারণ এই মামলার সিরিয়াল নম্বর ৯৭। তাই মামলা দ্রুত শুনানির জন্য উঠবে বলেও মনে করছে অনেকে। মামলার শুনানি
সাংবিধানিক বেঞ্চের অনুপস্থিতি
সোমবার প্রধানবিচারপতি ও পাঁচ বিচারপতির বেঞ্চে কোনও সাংবিধানিক বেঞ্চে কোনও মামলা নেই। সাধারণত সাংবিধানিক বেঞ্চের মামলার কারণে রাজ্যের আইনজীবীরা ব্যস্ত থাকেন। সোমবার তেমন সম্ভাবনা কম।
রাজ্যের আইনজীবীদের অনুপস্থিতির সম্ভাবনা কম
রাজ্যের আইনজীবীদের অনুপস্থিতির কারণে একাধিকবার পিছিয়ে গিয়েছিল ডিএ মামলা। কিন্তু এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। কারণ রাজ্যের হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী কপিল সিবাল। সোমবার অন্য কোনও গুরুত্বপূর্ণ মামলা না থাকায় তাঁর অনুপস্থিতির সম্ভাবনা অনেকটাই কম।
সরকারি কর্মদের আশা
রাজ্যের সরকারি কর্মদের একাংসের আশা সোমবারের শুনানিতেই তারা ইতিবাচক কোনও খবর পাবেন। তাঁদের আশা সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ই বহাল রাখবে। রাজ্য সরকারকে বকেয়া সমস্ত ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দেবে। রাজ্য সরকারি কর্মীদের অনেকেই বলেছেন এই মামলার রায়ের ওপরই তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।

