ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু। এবার ঘটনাস্থল ঝাড়়গ্রা। তিনটি হাতির মৃত্যু হল দুরপাল্লার ট্রেনের ধাক্কায়।
210
জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় রেল লাইনের ওপরে থাকা তিনটি হাতিকে ধাক্কা মারে ট্রেন। তাতেই মৃত্যু হয়। তবে হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে ঝাড়গ্রামে।
310
ঝাড়গ্রামের বাঁশতলায় ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়। গতকাল রাত ১টা নাগাদ হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস।
একটি পূর্ণবয়স্ক হাতি ও ২টি হস্তিশাবকের মৃত্যু হয় ঘটনাস্থলে। হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
510
ঘটনাস্থলে উপস্থিত ছিলে হুলাপার্টি ও বনকর্মীরা। তাই হাতির মৃত্যুর জন্য রেল কর্তৃপক্ষ না হুলাপার্টি ও বনকর্মীরা দায়ী তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
610
স্থানীয়দের অভিযোগ রাতের বেলা রেল লাইনের উপর দিয়েই হুলা পার্টি ও বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছে। হাতি রেল লাইনে উঠে যেতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
710
স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত হুলাপার্টির সদস্য ছিল না দলটিতে। সেই কারণেই এই দুর্ঘটনা। বনকর্মীদের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা।
810
ঝাড়গ্রামের ডিএফও জানিয়েছেন, হতির দল রাতে রেললাইনের ওপর রয়েছে, এই কথা রাতেই রেল কর্তৃপক্ষকে জানান হয়েছিল। ধীর গতিতে ট্রেন চালানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু ট্রেনের গতি কমেনি।
910
অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে হাতির গতিবিধি সম্পর্কে কোনও খবরই ছিল না। তাই ট্রেনের গতি কমানো হয়নি।
1010
যাইহোক ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা এই এলাকায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। হাতির মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠা হয়েছে।