Job opportunities: রাজ্যে ১ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর, কারা পাবেন চাকরি?

Published : Apr 22, 2025, 11:54 AM ISTUpdated : Apr 22, 2025, 12:08 PM IST

Job opportunities: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে  ১৫,০০০ জনের কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন। দেউচা পাঁচমিতে কোল ব্লক তৈরির মাধ্যমে আরও ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

PREV
110

সারা রাজ্য জুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন। সর্বত্র হচ্ছে অশান্তি।

210

সারা রাজ্য জুড়ে চাকরি গেল ২৬ হাজার শিক্ষকের। এখনও চলছে আইনী লড়াই।

310

এরই মাঝে কর্মসংস্থানের কথা ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫,০০০ জনের কর্মসংস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

410

শালবনিতে ঐতিহাসিক তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেম মুখ্যমন্ত্রী। ১৬,০০০ কোটি টাকা খরচ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে তুলছে JSW Group।

510

সোমবার শিলান্যাস করে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে।

610

শানবনির বুকে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট তৈরি করছে জিন্দল গোষ্ঠী। আর এই প্রকল্প নিয়েই বিশেষ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

710

তিনি বলেন, এই প্রকল্পে ১৫,০০০ মানুষ কাজ পাবেন। সেই সঙ্গে এই প্রকল্প দ্বারা বাংলার মানুষ উপকৃত হবেন।

810

মুখ্যমন্ত্রী বলেন, শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সুবিধা পাবে রাজ্যের ২৩ জেলা। সঙ্গে বাংলার বুকে আরও ৫ট তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেন।

910

সঙ্গে মন্তব্য করেন দেউচা পাঁচমি নিয়ে। বড় ঘোষণা করেন।

1010

দেউচা পাঁচমি নিয়ে বলেন, সেখানে কোল ব্লক তৈরি হচ্ছে। সেখানে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

click me!

Recommended Stories