
বাংলার নতুন বছরে নতুন স্কাইওয়াক পাচ্ছে কলকাতা। আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধন হবে। সোমবার নবান্নে শিল্প সমন্বয় কমিটির বৈঠকে বসে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যে শিল্পে গতি আনতে বিশেষ পোর্টাল উদ্বোধন করা হয়।
শিল্প সমন্বয় কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, দুর্গাপুর আর হলদিয়ার INTTUC-র চেয়ারম্যান বদল করব। নাইট টাইমে ওয়াচ টাওয়ার বাড়াতে হবে। সিসিটিভি গুলো যেন ঠিক থাকে। এদিনের বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায় শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, 'হঠার করে ৫০০ জনকে ছাঁটাই করবেন সেটা চলবে না। দুই তরফে বসে আলোচনা করে সমাধান করতে হবে।' পাশাপাশি তিনি আরও বলেন, শিল্পপতিদের কাছে যে কেউ গিয়ে টাকা চাইলে তারা যেন না দেন। বিশেষজ্ঞ মহলের বক্তব্য মমতা শিল্পপতিদের তোলাবাজি নিয়ে সতর্ক করে দিয়েছেন। দফতরের সঙ্গে দফতরের সমন্বয় রাখতে হবে। সব দফতরের সচিবেরা এখানে আছেন। এক মাসের মধ্যে অনুমতি দিতে হবে সব ক্লিয়ারেন্স হয়ে গেলে। দেরি হলে কিন্তু পস্তাতে হবে। কোথাও কোনও বাধা থাকলে তা সমাধান করার কাজ আপনাদের। রিয়েল টাইম ট্র্যকিং সিস্টেম তৈরি হয়েছে । আমি সিএস কে বলব আমায় সঠিক সময়ে রিপোর্ট জমা দেবেন।বাংলার উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য আমাদের দেখতে হবে। ট্রেড ইউনিয়নদের বলব কোনও পার্সোনাল সুবিধার জন্য কোনও শিল্পে বাধা দেবেন না।
এদিনের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। কিন্তু সেখানে যাতে কোনও দুর্ঘটনা না হয় তারজন্য এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায় সতর্ক করে দেন। তিনি বলেন, ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যেতে হবে। কারণ পরের দুই দিন মন্দির সংলগ্ন এলাকা থেকে ৩-৪ কিলোমিটার রাস্তার মধ্যে কোনও গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে না। মমতা বলেন,'আমি হুইপ করতে চাই না, যারা যেতে চান তাঁরা ২৮ তারিখের মধ্যেই চলে যাবেন। আমি চাই না কেউ পদপিষ্ট হোক।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।