নরেন্দ্র মোদীর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ কল্যাণে, কী বললেন টিএমসি নেতা

Published : Dec 21, 2025, 09:45 PM IST
4 time MP Kalyan Banerjee turned cyber crime victim

সংক্ষিপ্ত

নরেন্দ্র মোদীর গন্তব্য বাংলা হতে পারেনা,সেটা গতকাল ঈশ্বরও বুঝিয়ে দিয়েছেন। এত মিথ্যা কথা বলেছে যে আবহাওয়াও ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে,বললেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

নরেন্দ্র মোদীর গন্তব্য বাংলা হতে পারেনা,সেটা গতকাল ঈশ্বরও বুঝিয়ে দিয়েছেন। এত মিথ্যা কথা বলেছে যে আবহাওয়াও ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে,বললেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মোদীর সফর প্রসঙ্গ

গতকাল নদিয়ার তাহের পুরে সভা ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। খারাপ আবহাওয়ার কারণে সেখানে তার চপার যেতে পারেনি। শেষে ফোনেই বক্তৃতা দিয়েছেন বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করেছেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।সেই প্রসঙ্গে আজ শ্রীরামপুর তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,'প্রধানমন্ত্রীর ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ হবে না সেটা ঈশ্বর বুঝিয়ে দিয়েছেন। উনি জঙ্গল রাজ এসব অনেক কথা আগেও বলেছেন। যতবার বলেছে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে। যে মানুষটা বাংলা বাঙালিকে অপমান করে বাংলা কে বঞ্চিত করে সে আবার বাংলার উন্নয়ন কি করে করবে।একশ দিনের কাজ বাংলার মানুষের জন্য ছিল। এই কাজ দেননি কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও দিচ্ছে না। বাংলার মানুষকে বঞ্চিত করব সব সময় এই ধরনের মানসিকতা কখনোই বাংলার মানুষ মেনে নেবে না। বাঙালিকে সহ্য করতে পারেনা। ওরা প্রমাণ করেছে। রবীন্দ্রনাথ থেকে রামমোহন বিদ্যাসাগর থেকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাইকে অপমান করেছে বিজেপি।'

এসআইআর প্রসঙ্গ

এসআইআর প্রসঙ্গেও কল্যাণ বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, 'যেভাবে বাংলা ও বাঙালি কে অপমান করেছে তার যোগ্য জবাব দেবে ২০২৬ এ। মতুয়াদের নিয়ে যে আশ্বাস দিয়েছিল সেসব কিছুই করতে পারেনি। বিজেপির একটা মন্ত্রী আছে শান্তনু ঠাকুর। বলছে নাগরিকত্ব দিয়ে দেব। এটা হয় নাকি, নাগরিকত্ব আইনের একটা পদ্ধতি আছে সরকারি নিয়ম আছে। ভিড় করে করে টাকা তুলছে আর এমন একটা কাগজ দিচ্ছে যে কাগজটা ধর্তব্যের মধ্যেই রাখা যাবে না। মতুয়াদের ভোট আবেগ নিয়ে ২০২৪ পর্যন্ত জিতেছে এবার মতুয়ারা বুঝে গেছে নরেন্দ্র মোদী তাদের জন্য কিছু করবে না।যা করবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়।'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'মমতা আর দু'বার জিতলেই...' তোলপাড় করা মন্তব্য করলেন দিলীপ | Dilip Ghosh | BJP News | TMC | Egra
Mohan Bhagwat on Bangladesh: দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি RSS প্রধান মোহন ভাগবতের