তৃণমূল সূত্রের খবর, মূলত মহুয়া মৈত্র সঙ্গে বিবাদের জেরেই কল্যাণ দলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। কল্যাণ ঘনিষ্টের কথায় লোকসভায় যাবতীয় কাজ সামলান কল্যাণ কিন্তু পুরো কৃতিত্ব নিয়ে যান কৃষ্ণনগরের সাংসদ। কল্যাণ জানিয়েছেন, 'আমি চিফ হুইপ ছিলাম। যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে আমার থাকার দরকার কী? আমি ইস্তফা দিচ্ছি। কেউ লোকসভায় আসবেন না, দায় আমাকে নিতে হবে? কাকলিকে বলেছি, আমাকে পিছনের দিকে বসতে দিও।'