- Home
- India Independence
- News
- ভারতের জাতীয় পতাকা হাতে নেওয়ার আগে সাবধান! এই কাজগুলি করলে হতে পারে ৩ বছরের জেল
ভারতের জাতীয় পতাকা হাতে নেওয়ার আগে সাবধান! এই কাজগুলি করলে হতে পারে ৩ বছরের জেল
Indian flag rules: কীভাবে ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানাবেন। কারণ এই ৫টি বিষয় নজর রাখা খুবই জরুরি। যদি নিয়ম না মানেন তাহলে আইনভঙ্গের অপরাধে হতে পারে জেলও।

ভারতের জাতীয় পতাকা
কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আরমাত্র কয়েক দিন পরেই স্বাধীনতা দিবস। কিন্তু তার আগেই জেনেনিন কীভাবে ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানাবেন। কারণ এই ৫টি বিষয় নজর রাখা খুবই জরুরি। যদি নিয়ম না মানেন তাহলে আইনভঙ্গের অপরাধে হতে পারে জেলও। জাতীয় পাতাকা ব্যবহারের কয়েকটি নিয়ম রয়েছে। যা কঠোরভাবে মেনে চলা হয় এই দেশে।
পোশাকে ব্যবহার
কোমরের নিচে পরা পোশাক, ইনিফর্ম বা ওই জাতীয় কোনও ড্রেসে জাতীয় পতাকা ব্যবহার করা উচিৎ নয়। এরই মধ্যে রয়েছে কুশন, বালিশের কভার , রুমাল বা ন্যাপকিন। এগুলিতে ভুলেও জাতীয় পতাকার ছবি বা পতাকা ব্যবহার করবেন না।
বাণিজ্যিক ব্যবহার
পূর্ববর্তী অনুমতি ছাড়া ব্যবসা বা কোনও বাণিজ্যিক কাজে জাতীয় পতাকা ব্যবহার করা শাস্তি যোগ্য অপরাধ। তবে সেবা, খেলাধুলা এজাতীয় কাজে জাতীয় পতাকা ব্যবহার করা যায়।
অনুপযুক্ত প্রদর্শন
ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী ব্যবহার করতে হবে। যে কোনও গাড়িতে জাতীয় পতাকা লাগান আইনত দণ্ডনীয় অপরাধ। গাড়ির হুড, উপরে, পাশে, পিছনে কখনই জাতীয় পতাকা ব্যবহার করা উচিৎ নয়। গাড়িতে যদি জাতীয় পতাকা ব্যবহার করা হয় তাহলে সেটি কোনও লাঠির সঙ্গে শক্ত করে বেঁধে উড়িয়ে দিতে হবে।
অসম্নানজনক ব্যবহার
জাতীয় পতাকা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ। পতাকা বিকৃত করা, নষ্ট করা, পদদলিত করা, পতাকা রাস্তায় ফেলে দেওয়া অবৈধ কাজ। এরমধ্যে রয়েছে পতাকা অবৈধ প্রদর্শনও।
শাস্তি
ভারতের জাতীয় পতাকার অসম্মান করার সর্বোচ্চ শাস্তি হল তিন বছর পর্যন্ত করাদণ্ড, জরিমানা। অথবা দুটোই হতে পারে। দেশপ্রেমকে উৎসাহিত করা বা নিজের দেশপ্রেম প্রকাশের জন্য জাতীয় পতাকা ব্যবহার করা হয়। কিন্তু ভারতের জাতীয় পতাকার অবমাননা করা কখনই ঠিক নয়।

