নিজন্ন ফ্ল্যাটের বৈশিষ্ট্য
এই প্রকল্পে আছে ৪৯০টি ফ্ল্যাট। ৩০০ বর্গফুটের ১ কামরার ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রাখা আছে একটি ১৫ তলা টাওয়ার।
সুজন্নতে ফ্ল্যাটের বৈশিষ্ট্য
সুজন্ন মূলত LIG শ্রেণীক মানুষদের জন্য। এখানে আছে ৬২০ বর্গফুটের ২ কামরার ৭২০টি ফ্ল্যাট, ১৬ তলা বিশিষ্ট আবাসনে। পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা পাবেন এখানে।