সস্তায় লাক্সারি ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার, শুরু হল নিজন্ন ও সুজন্নতে বুকিং, কীভাবে আবেদন করবেন?

Published : Aug 05, 2025, 10:45 AM IST

পশ্চিমবঙ্গ সরকার নিম্ন আয়ের মানুষদের জন্য নিউ টাউনে 'নিজন্ন' ও 'সুজন্ন' নামে দুটি আবাসন প্রকল্প চালু করেছে। ১২১০ টি ফ্ল্যাটের জন্য ১লা অগস্ট থেকে https://www.wbhousingboard.in- এ আবেদন করা যাবে।

PREV
15

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এবার মাথার তলায় ছাদ করে দিচ্ছে সরকার। এবার এক বিরাট উদ্যোগ নিল মমতা সরকার। নিজন্ন ও সুজন্নতে শুরু হল ফ্ল্যাট বুকিং। এবার সস্তায় মিলবে ফ্ল্যাট।

25

নিউ টাউনে দুই অত্যাধুনিক আবাসন প্রকল্প নিজন্ন ও সুজন্ন-র আনুষ্ঠানিত উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই দুই প্রকল্পে তৈরি হয়েছে মোট ১২১০ টি ফ্ল্যাট। যা সম্পূর্ণরূপে রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল ও নিম্ন আয় শ্রেণীর মানুষের কথা মাথা রেখে পরিকল্পনা করা হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান প্রত্যেক মানুষের নিজের একটা ঘর হোক। একটা আশ্রয় হোক।

35

আবেদন পদ্ধতি

নিজন্ন ও সুজন্নতে ফ্ল্যাট বুকিং শুরু হয়ে গিয়েছে। ১ অগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিজন্ন ও সুজন্নতে ফ্ল্যাট বুকিং করতে হলে https://www.wbhousingboard.in- এ গিয়ে আবেদন করুন। আবেদন জমা দেওয়ার পর রাজ্য সরকার লটারি পদ্ধতির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ করবে। মুখ্যমন্ত্রী জানান, এই পুরো পদ্ধতি স্বচ্ছ ও নিরপেক্ষা রাখা হবে।

45

নিজন্ন ফ্ল্যাটের বৈশিষ্ট্য

এই প্রকল্পে আছে ৪৯০টি ফ্ল্যাট। ৩০০ বর্গফুটের ১ কামরার ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রাখা আছে একটি ১৫ তলা টাওয়ার।

সুজন্নতে ফ্ল্যাটের বৈশিষ্ট্য

সুজন্ন মূলত LIG শ্রেণীক মানুষদের জন্য। এখানে আছে ৬২০ বর্গফুটের ২ কামরার ৭২০টি ফ্ল্যাট, ১৬ তলা বিশিষ্ট আবাসনে। পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা পাবেন এখানে।

55

বর্তমানে কলকাতা ও আশপাশের অঞ্চলে ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ৫০ থেকে ৬০ লক্ষ টাকা খরচ হচ্ছে ফ্ল্যাট কিনতে। সেখানে নিউটাউনের মতো জায়গায় সস্তায় ফ্ল্যাট দেবে সরকার। এই ধরনের ফ্ল্যাট সাধারণ মানুষের কাছে বড় স্বস্তি। রাজ্য সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories