উত্তরবঙ্গে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা! বাতিল কোন কোন দূরপাল্লার ট্রেন? জেনে নিন

Published : Jun 17, 2024, 06:39 PM ISTUpdated : Jun 18, 2024, 12:50 AM IST
INDIAN RAILWAYS

সংক্ষিপ্ত

উত্তরবঙ্গে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। তার জেরেই বাকি একাধিক দূরপাল্লার ট্রেন।

উত্তরবঙ্গে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির। তার জেরেই বাকি একাধিক দূরপাল্লার ট্রেন।

ফের রাজ্যের বুকে রেল দুর্ঘটনা। সোমবার সকালে, রাঙাপানি স্টেশন পার করার পরই ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, ৯ জন এই ঘটনায় নিহত হয়েছেন এবং প্রায় ৪১ জন আহত। একই লাইনে দুটি ট্রেন চলে আসার ফলেই এই দুর্ঘটনা। একটি মালগাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। কার্যত, মালগাড়ির ইঞ্জিনের ধাক্কায় বগি উঠে যায় ওপরে। তার নিচ দিয়ে সজোরে ঢুকে যায় ইঞ্জিন। এর ফলেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা (Kanchanjunga Express Accident)। আর এই দুর্ঘটনার জেরে বতিল একাধিক দূরপাল্লার ট্রেন। সেইসঙ্গে, গতিপথও পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ রওনা দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে গেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Baishnab)। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের দেখতে গেছেন। বেশিরভাগ আহত যাত্রীদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। রক্তের প্রয়োজনে এগিয়ে এসেছে নানা স্বেচ্ছাসেবী সংগঠনও।

ইতিমধ্যেই রেলের (Indian Railways) তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। আর এবার একাধিক দূরপাল্লার ট্রেন (Express Trains) বাতিল করার সিদ্ধান্ত নিল তারা। এনডিআরএফ, পুলিশ এবং প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। যতই সময় এগোচ্ছে, ততই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নানারকম তথ্য সামনে আসছে।

কোন কোন ট্রেন বাতিল করা হল?

১. নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস

২. ডিব্রুগড়-নিউ দিল্লী রাজধানী এক্সপ্রেস

৩. আগরতলা-রানী কমলাপতি স্পেশ্যাল এক্সপ্রেস

৪. শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

৫. নাগেরকয়েল জংশন-ডিব্রুগড় স্পেশ্যাল ট্রেন

৬. হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস

৭. গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস

৮. কামাখ্যা-আনন্দবিহার নর্থইস্ট এক্সপ্রেস

৯. গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস

১০. নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

১১. কামাখ্যা-গয়া এক্সপ্রেস

১২. গুয়াহাটি-ওখা এক্সপ্রেস

১৩. নিউ তিনসুকিয়া-তম্বরম এক্সপ্রেস

১৪. বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

১৫. ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস

এখনও পর্যন্ত রেল দফতরের তরফ থেকে এই ট্রেনগুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে।

 

 

আরও পড়ুনঃ

'শুধু কথার ফুলঝুরি, কাজের কাজ কিছু হচ্ছে না' কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মমতা

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir : যেখানে হবে বাবরি মসজিদ, সেখানেই হল প্রথম নমাজ! ফের হুঙ্কার হুমায়ুনের
Saugata Roy Cigarette Incident: সংসদে সিগারেট কাণ্ড, তৃণমূলের সৌগত রায়কে ধুয়ে দিলেন বিজেপি নেতৃত্ব